ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বসতঘর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৭ জুন ২০২৪ , ০১:১৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়াতে আকলিমা বেগম (৫৫) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

রোববার (১৬ জুন) সন্ধ্যায় নড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লোনসিং এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আকলিমা বেগম ওই এলাকার দিনমজুর কালু মালের স্ত্রী।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে কাজে বের হয়েছিলেন কালু মাল। তিনি সন্ধ্যায় বাসায় ফিরে আসলে ঘরের দরজায় খুলে স্ত্রীকে মেঝেতে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি মোবাইলে মেয়ের জামাই ছাত্তার মল্লিককে জানালে ও স্থানীয়রা এসে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

স্থানীয় কাউন্সিলর শহিদুল সরদার বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। ঘরের মধ্যে আকলিমা নামের ওই গৃহবধূর গলাকাটা লাশ পড়েছিল। পুলিশ মরদেহ থানায় নিয়ে গেছে।

এ বিষয়ে জেলার পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামী কালু মালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |