শ্বাসরোধ করে হত্যার পর গৃহবধূকে মাটিচাপা
যশোরে সোনাবানু নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুলাই) দুপুরে যশোর সদরের ফতেপুর সন্ন্যাসী বটতলা এলাকায় বাগানের ভেতরে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শনিবার (১৩ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন সোনাবানু। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে নিহতের বাড়ি থেকে পাঁচশ’ গজ দূরে একটি বাগানের ভেতর ছড়ানো ছিটানো মাটি দেখতে পান স্থানীয়রা। পরে মাটি সরাতেই বেরিয়ে আসে তার পরনের কাপড়। এরপর পুলিশ এসে মাটিখুঁড়ে গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় ওড়না প্যাঁচানো ছিল।
প্রথম ঘরে এক সন্তান রেখে স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন সোনাবানু। সেই স্বামীও মারা যায় প্রায় দশ বছর আগে। সেখানে তার আরও দুটি সন্তান হয়। সম্পত্তি ভাগাভাগি নিয়ে এমন নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে করছেন এলাকাবাসী।
এ বিষয়ে ওসি আবদুর রাজ্জাক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনা ঘটেছে। তদন্ত চলছে, শিগগিরই রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।’
মন্তব্য করুন