নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়িসহ দুই এমপির বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বত্তরা।
সোমবার (৫ আগস্ট) বিকেলে ৪টার দিকে নওগাঁ শহরের পোস্ট অফিস পাড়ায় প্রথমে হামলা ও ভাঙচুর করে। এরপর আগুন ধরিয়ে দেয়।
পর্যায়ক্রমে শহরের সরিষাহার মোড়ে নওগাঁ-৫ আসনের সংসদ ব্যারিস্ট্যার নিজাম উদ্দিন জলিল জন এবং শহরের মুক্তির মোড়ে অবস্থিত নওগাঁ-৬ আসনের সংসদ অ্যাডভোকেট ওমর ফারুক সুমনের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়া হয়। এ ছাড়া সরিষা হাটিতে অবস্থিত সুপার মার্কেটও ভাঙচুর করা হয়।
এর আগে বেলা ১১টা থেকে এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহরের কাজীর মোড়ে অবস্থায় নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার বিকেল ৪টার আগে সেনাপ্রধান বক্তব্য রাখেন। তারপর আন্দোলনরত মিছিলটি তাদের অবস্থান থেকে সরে যায়। পরবর্তীতে দুর্বৃত্তরা খাদ্যমন্ত্রীর বাড়িসহ দুই এমপির বাড়িতে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়।