• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

খাদ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর-আগুন

আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২৪, ১৯:১২
ছবি সংগৃহীত

নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়িসহ দুই এমপির বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বত্তরা।

সোমবার (৫ আগস্ট) বিকেলে ৪টার দিকে নওগাঁ শহরের পোস্ট অফিস পাড়ায় প্রথমে হামলা ও ভাঙচুর করে। এরপর আগুন ধরিয়ে দেয়।

পর্যায়ক্রমে শহরের সরিষাহার মোড়ে নওগাঁ-৫ আসনের সংসদ ব্যারিস্ট্যার নিজাম উদ্দিন জলিল জন এবং শহরের মুক্তির মোড়ে অবস্থিত নওগাঁ-৬ আসনের সংসদ অ্যাডভোকেট ওমর ফারুক সুমনের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়া হয়। এ ছাড়া সরিষা হাটিতে অবস্থিত সুপার মার্কেটও ভাঙচুর করা হয়।

এর আগে বেলা ১১টা থেকে এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহরের কাজীর মোড়ে অবস্থায় নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার বিকেল ৪টার আগে সেনাপ্রধান বক্তব্য রাখেন। তারপর আন্দোলনরত মিছিলটি তাদের অবস্থান থেকে সরে যায়। পরবর্তীতে দুর্বৃত্তরা খাদ্যমন্ত্রীর বাড়িসহ দুই এমপির বাড়িতে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় হঠাৎ ককটেল বিস্ফোরণ, ৬টি উদ্ধার
নওগাঁয় সন্ত্রাসীদের হামলায় ৩ ভাই গুলিবিদ্ধ
নওগাঁয় ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ আটক ৩ 
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র কারাগারে