• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

বেলাব উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৪:২১
ছবি: সংগৃহীত।

নরসিংদীর বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) রাতে বেলাব সদরের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নজরুল ইসলাম বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, শিবপুর মডেল থানার একটি বিস্ফোরক ও হত্যা মামলায় বেলাব থানা-পুলিশের সহযোগিতায় নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় শিক্ষার্থীসহ চারজন নিহতের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-১০ আসনের সাবেক এমপি শফিউল গ্রেপ্তার
হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
নতুন মামলায় গ্রেপ্তার কামরুল-পলকসহ ৫ জন
ধর্ষণচেষ্টার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার