• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ

আরটিভি নিউজ

  ০৯ ডিসেম্বর ২০২৪, ২৩:২৯
ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমের ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের সর্বস্তরের হিন্দু সম্প্রদায়।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর বাজার কালীমন্দির থেকে শুরু হয়ে হেমনগর ডিগ্রি কলেজ হয়ে পুনরায় বাজার কালীমন্দিরে শেষ হয়। মিছিলে ২ শতাধিক হিন্দু নারী ও পুরুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে জমিদার বাড়ির উত্তরসূরি খোকন চক্রবর্তী বলেন, ‘ভারতে আমার ৪ বোনসহ আত্মীয়রা আমাদের খোঁজ নিতে বারবার ফোন দেয়। আমি বলেছি তোমাদের চাইতে আমরা এখানে ভালো আছি। ভারতীয় মিডিয়া উসকানি দিয়ে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। ভারতকে আমরা বলব এসব বন্ধ করুন। আগে সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু আমাদের আপন ভাইয়ের মতো বিভিন্ন সহযোগিতা করতেন। সুলতান সালাউদ্দিন টুকু পূজা, কীর্তনসহ বিভিন্ন অনুষ্ঠানে আমাদের পাশে এসে দাঁড়ায়। হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ ভিপি আমাদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। আমার স্ত্রী ও ৪ মেয়ে রাস্তায় সানন্দে চলাচল করছেন। এসব সংবাদের কোনো সত্যতা নেই।’

হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গৌড় চন্দ্র পাত্র বলেন, ‘ভারতীয় মিডিয়ারা এ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, মহিলারা রাস্তায় চলাফেরা করতে পারে না, হিন্দুদের নিগৃহীত করছে- এমন অপপ্রচার মিডিয়াতে চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছি অত্যন্ত সহমর্মিতার মাধ্যমে। আমাদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলিমরা শ্রম ও আর্থিক বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। সব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাই।’

এ ব্যাপারে হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ বলেন, ‘শুনেছি হিন্দুরা ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে আজ মিছিল করেছে। দলীয় নির্দেশনা ও সুলতান সালাউদ্দিন টুকুর তত্ত্বাবধানে আমি সার্বক্ষণিক হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। পাশাপাশি তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে আর্থিক সহায়তা দিয়েছি। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ভারতীয় মিডিয়ার উসকানিমূলক অপপ্রচারের প্রতিবাদ জানাচ্ছি।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় আগ্রাসন ও অপপ্রচার বন্ধের দাবি সাবেক পুলিশ কর্মকর্তাদের
ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক ৭৮ বাংলাদেশি নাবিকের ছবি প্রকাশ
ভারতীয়দের বড় দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র
ইতিহাসের সবচেয়ে বড় দরপতন ভারতীয় রুপির