• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১০ ডিসেম্বর ২০২৪, ১৯:১৬
ছবি : আরটিভি

চাঁদপুর শহরতলি বাবুরহাট এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ১৯৫ কেজি (৫৪.৮৭৫ মণ) নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে জেলা টাস্কফোর্স। এ সময় পলিথিন রাখার দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খাঁন।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে জানানো হয়, পরিবেশ অধিদফতর ও কোস্ট গার্ড চাঁদপুরের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে শহরের বাবুরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বশির পাটোয়ারী স্টোর নামক এক দোকানির গোডাউন থেকে প্রায় ১২৪৫ কেজি এবং ফখর উদ্দীন নামক আরেক দোকানির গোডাউন থেকে প্রায় ৯৫০ কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

অবৈধ পলিথিন বিক্রির দায়ে ২ গোডাউনের মালিকদের মধ্যে বশির পাটোয়ারীকে ৫০ হাজার টাকা এবং ফখর উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

ভ্রাম্যমাণ আদালতে আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের একদল চৌকস বাহিনী সহযোগিতা করেন। পরিবেশ অধিদফতরের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে কচ্ছপের সবচেয়ে বড় চালান আটক
চাঁদপুরে ৪৪ কেজি গাঁজাসহ আটক ১
চাঁদপুরে ২ হাসপাতাল সিলগালা, একটিকে জরিমানা
পা পিছলে নদীতে পড়া নারীকে উদ্ধার করল নৌপুলিশ