মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, আটক ২৮
চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২৮ জনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ২টি ড্রেজার, ২টি বাল্কহেড এবং ২টি স্পিডবোট ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের মেঘনা নদীতে কালিরচর-সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর ও গজারিয়া স্টেশন। পরে রাতে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ টি ড্রেজার, ২টি বাল্কহেড, ২টি স্পিডবোট ও ১টি দেশীয় নৌকাসহ ২৮ জনকে আটক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দকৃত ড্রেজার, বাল্কহেড, বোট এবং আটককৃত ২৮ জন আসামিকে বেলতলি নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
আরটিভি/এস
মন্তব্য করুন