• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

বেলাবো উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ গ্রেপ্তার ৩

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ ডিসেম্বর ২০২৪, ২৩:৪০
ছবি: সংগৃহীত।

নরসিংদীর বেলাবো উপজেলা ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন অপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন শেখ ও বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপুকে মাদকসহ তার বাড়ি হতে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর থানার ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলায় শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. ইমাম হোসেন শেখ ও বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিবকে গ্রেপ্তার করা হয়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, সারোয়ার হোসেন অপুকে তার বাড়ি হতে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে জুলাইয়ে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার ঘটনায় শিবপুর থানার মামলায় মো. ইমাম হোসেন শেখ ও আব্দুল মোতালিবকে বেলাব থানা পুলিশের সহযোগিতায় শিবপুর থানা পুলিশ গ্রেপ্তার করে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন জানান, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নরসিংদীতে চিরকুট লিখে কলেজছাত্রের আত্মহত্যা
সাবেক আইনমন্ত্রী ও বিমানমন্ত্রীসহ ৯ জন নতুন মামলায় গ্রেপ্তার
তিন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
হত্যা মামলায় গ্রেপ্তার সেই ‘সি ইউ নট ফর মাইন্ড’ খ্যাত শ্যামল