• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

মাদকসহ ছেলে আটক, পালাতে গিয়ে বাবার মৃত্যু

আরটিভি নিউজ

  ১১ ডিসেম্বর ২০২৪, ১৩:০৭
ফাইল ছবি

ফরিদপুরের সালথায় জুবায়ের শেখ (২৪) নামে এক মাদক কারবারি ছেলেকে আটকের সময় পুলিশের ভয়ে পালাতে গিয়ে স্ট্রোক করে মো. জাফর শেখ (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মো. জাফর শেখ দিয়াপাড়া গ্রামের মৃত মাজেদ শেখের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে জাফর শেখের ছেলে জুবায়ের শেখকে আটক করে নিয়ে যায় থানা পুলিশ। এ সময় তার বাবা জাফর শেখ পুলিশের ভয়ে দৌড়ে পালাতে গিয়ে পড়ে যান। এ সময় স্ট্রোক করে তিনি মারা যান।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, থানা পুলিশের একটি টিম নিয়ে দিয়াপাড়া গ্রামের জুবায়ের শেখ নামে এক মাদক কারবারিকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে থানায় আনা হয়। পরে খবর পেলাম ছেলের আটকের খবরে তার বাবা জাফর শেখ স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় তিন গাড়ির সংঘর্ষ, শিশুসহ নিহত ৩
স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৩
মিশরে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুতে রাষ্ট্রদূতের শোক