• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

পিরোজপুরে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১৫ ডিসেম্বর ২০২৪, ২১:৫৭
পিরোজপুরে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান শেখসহ ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলাবুনিয়া গ্রামের মৃত আজহার শেখের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান শেখ (৬৫), দেউলবাড়ি দোবরা ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মৃত আবদুল আউয়াল ফকিরের ছেলে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু ফকির (৫২), শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের মৃত মাস্টার মো. ইউনুস হাওলাদারের ছেলে চৌঠাইমহল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল বাশার হাওলাদার (৬০), শেখমাটিয়া গ্রামের খালেক গাজীর ছেলে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. কামরুজ্জামান গাজী (৫২), উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের মুনিরাবাদ গ্রামের খালেক মিয়ার ছেলে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গির আলম গাজী (৫০)।

এ বিষয়ে নাজিরপুর থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ বলেন, শনিবার রাতে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। নাজিরপুর থানায় উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, বিস্ফোরক মামলা ও ঘর পোড়ানো মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। রোববার তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেপ্তার
সুপ্রিম কোর্ট বারের সাবেক নেতা মমতাজ উদ্দিনের জামিন স্থগিত থাকবে
আ.লীগ আমলে করা এনআইডি আইন পর্যালোচনায় বৈঠকে বসছে ইসি
আলমডাঙ্গায় নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’