ঘরে স্বামীর মরদেহ রেখে পালালেন স্ত্রী
গোপালগঞ্জ সদরে ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম শুকুর শেখ (৩০)। সোমবার সন্ধ্যায় উপজেলার কাজুলিয়া এলাকার সামিউল মেম্বারের বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।
নিহত শুকুর শেখ উপজেলার রায়পাশা এলাকার নাছির শেখের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন স্ত্রীসহ ওই বাড়িতে ভাড়া থাকতেন শুকুর শেখ। এ ছাড়াও পাশের রুমে ভাড়া থাকতেন নিহত শুকুরের শ্যালিকা ও ভায়রাভাই। ঘটনার পর থেকে তারা সবাই পলাতক রয়েছেন।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, খবর নিয়ে জানতে পেরেছি ওই ঘরের পাশের রুমে নিহতের শ্যালিকা ও ভায়রাভাই ভাড়া থাকতেন। এ ঘটনার পর থেকে স্ত্রী, শ্যালিকা ও ভায়রাভাই কাউকে পাওয়া যায়নি। তারা পলাতক রয়েছেন। মৃত্যুর রহস্য জানতে কাজ করছে পুলিশ।
আরটিভি/এমকে
মন্তব্য করুন