সোনারগাঁয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় হোসেনপুর জনকল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান (সিআইপি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি বজলুর রহমান বলেন, ‘সরকার শীতবস্ত্র বিতরণ করছে, আমরাও দিচ্ছি। পাশাপাশি এ শীতে অসহায় ও গরিবদের সহযোগিতা করার জন্য ধনীদের এগিয়ে আসা উচিত।’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এ স্কুল থেকে পড়ালেখা করে অনেকেই ভালো চাকরি করছেন। এজন্য শিক্ষার্থীদের ভালো কিছু করতে হলে প্রচুর পড়াশোনা করতে হবে। তোমাদের মনে রাখতে হবে, যারা ভালো মতো পড়াশোনা করবে, তারাই ভালো কিছু করতে পারবে। যারা ভালো ফলাফল করতে পারবে তাদের পড়াশোনা আমি ফ্রি ব্যবস্থা করে দেবো।’
মজিবুর রহমান রিপনের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন মো. ইমরান হোসেন জনি, শাহিন আলম, আব্দুল আউয়ালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বজলুর রহমান সোনারগাঁয়ের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী মো. রেজাউল করিমের ছোট ভাই। রেজাউল করিম বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক তিনবারের এমপি।
আরটিভি/এমকে
মন্তব্য করুন