প্রতিবেশীর নির্যাতন, পরিবার নিয়ে বাড়ি ছাড়া সমন্বয়ক রোমানা
দফায় দফায় প্রতিবেশীর নির্যাতনে প্রাণনাশের ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ছেড়েছেন জুলাই-আগস্টে রাজপথের বিপ্লবী সমন্বয়ক রোমানা খান। ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার প্রসাদপুর গ্রামের বাসিন্দা রোমানা ঢাকার ইডেন কলেজের মাস্টার্স শেষ পর্বের রসায়ন বিভাগের শিক্ষার্থী। প্রতিবেশী সূর্য্যত আলীর বোনের কাছ থেকে জমি কেনাই যেন তাদের জন্য কাল হয়েছে।
জানা গেছে, ২০২১ সালে প্রসাদপুর গ্রামের রহিমা খাতুনের কাছ থেকে ১৯ শতক জমি ক্রয় করেন রোমানার বাবা নূর আলম খান। এ নিয়ে রহিমার ভাই সূর্য্যত আলীর সঙ্গে তাদের বিরোধ চলছিল। রাজনৈতিক পটপরিবর্তনে গত ৫ আগস্টের পর স্থানীয় শ্রমিক লীগ নেতা আতিকুল ইসলাম এবং তার বাবা সূর্য্যত আলী ক্রয়কৃত জমির ফসল ভেকু দিয়ে নষ্ট করে দখলে নেয়। দফায় দফায় বাড়িতে চালানো হয় হামলা। সব কিছু তছনছ করে লুট করা হয় রোমানার সব একাডেমিক কাগজপত্রও।
তবে রোমানার পরিবারের ওপর এমন ন্যক্কারজনক ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। বাড়িতে নিশ্চিন্তে থাকতে এই পরিবারকে জোরালো আইনি সহয়তা প্রদানের দাবি স্থানীয়দের।
এদিকে অভিযোগের বিষয়ে সূয্যর্ত আলীর ছেলে কামরুল শেখের কাছে জানতে চাইলে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করে এলাকাবাসীর ওপর দায় চাপান।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলম বলছেন, রোমানারা ইচ্ছে করলেই বাড়িতে থাকতে পারে, সেখানে সার্বক্ষণিক নজরদারি রয়েছে। এ ঘটনায় রোমানা খানের পরিবারের পক্ষ থেকে তিনটি এবং সূর্য্যত আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
আরটিভি/এএএ-টি
মন্তব্য করুন