• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

অস্ত্রসহ মা-মেয়ে গ্রেপ্তার 

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:১৮
ছবি : আরটিভি

নরসিংদীর বেলাবোতে দুটি আগ্নেয়াস্ত্রসহ মা ফাজেরুন ওরফে ফজরুন (৪৫) ও মেয়ে হালিমা আক্তারকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলার নারায়ণপুর দড়িকান্দি নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয় তাদের।

গ্রেপ্তারকৃতরা সিলেটের কোম্পানীগঞ্জ থানার বিজয় পাড়ুয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী ও মেয়ে।

এ বিষয়ে বেলাবো থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে নরসিংদী আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মা-মেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। এ সময় পুলিশ তাদের তল্লাশি করে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানান, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ধুপিপাঁড় গ্রামের শাহাবউদ্দীন নরসিংদীর ভেলানগরে অজ্ঞাত ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্রগুলো পৌঁছে দেওয়ার জন্য তাদের পাঠিয়েছেন।

বেলাবো থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াশালে ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল গ্রেপ্তার
সাইফের ওপর হামলাকারী যুবক গ্রেপ্তার
ঘোরাফেরা করতে দেখে পুলিশে খবর, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার