• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

ভাসানচর থেকে পালিয়ে আসা ৯ রোহিঙ্গা আটক

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২৫, ১৫:২৩
ছবি : আরটিভি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৯ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকত এলাকা থেকে তাদের আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আটক রোহিঙ্গারা হলেন- মো. ইউনুছ (২৫), মো. আজিজ (৩৪), মো. এহছান (২২), আব্দুর নুর (২৭), নুর মোহাম্মদ (২৪), মো. ইয়াছিন জোহার (২৮), আমান উল্লাহ (২৭), মো. নছিম (৪১) ও মো. উসমান (২৭)।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে পারকি সৈকত এলাকায় স্থানীয় লোকজনের সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেয়। পরে কর্ণফুলী থানার পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।

আটক রোহিঙ্গারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তাদের আত্মীয়ের সঙ্গে দেখা করতে ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে পুলিশ জানায়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নয়জন রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে আসে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমদানির ২২ হাজার টন চাল চট্টগ্রাম বন্দরে
তিন দিন পর বিয়ে, সড়কে প্রাণ গেল হুমায়ুনের
চবিতে দেশীয় মদসহ আটক ২
নাশতা করে বাড়ি ফিরছিলেন ৩ মোটরসাইকেল আরোহী, চাপা দিলো বাস