ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

অটোরিকশা চালানোর আড়ালে মাদক ব্যবসা, যুবক গ্রেপ্তার 

ধামরাই (ঢাকা), আরটিভি নিউজ

শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ১১:০৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে অটোরিকশা চালানোর আড়ালে মাদক ব্যবসা অভিযোগে ৪০০ পিস ইয়াবাসহ শ্রী ভবেশ চন্দ্র অধিকারী (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৫ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

গ্রেপ্তারকৃত আসামি শ্রী ভবেশ চন্দ্র অধিকারী নীলফামারী জেলার ডোমরা উপজেলার নয়ালী বাগ ডোকরা এলাকার মহনী মোহন অধিকারীর ছেলে। 

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই পৌরসভার পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ ভবেশ চন্দ্র অধিকারীকে আটক করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক এস এম কাউসার সুলতান। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। সে অটোরিক্সা চালানোর অন্তরালে মাদক ব্যবসা করতেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এস আই কাউসারের নেতৃত্বে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |