ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

নীলফামারীতে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০২:২৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজার সংলগ্ন পতিরাম ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দোলুয়া মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ মোহাম্মদ বুদারু ছেলে মাসুদ (২৮)। অপরজন একই ইউনিয়নের কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুর নুর ইসলাম (৫৫)। তারা দুজনেই ইটভাটার শ্রমিক ছিলেন। 

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলটি শ্যামলী পরিবহন গাড়ির নিচে দুমড়ে-মুচড়ে আটকে যায়। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ও তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করা হয়, তবে বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |