ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ছেলের দায়ের কোপ, ভাইয়ের পর আহত মায়েরও মৃত্যু 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

রোববার, ০৬ এপ্রিল ২০২৫ , ০৪:৪৫ পিএম


loading/img
ছবি: আরটিভি

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে ছেলে মাওলানা ইয়াসিনের দায়ের কোপে ভাইয়ের মৃত্যুর একদিন পর এবার তার আহত মা জোলেখা খাতুনও (৬০) মারা গেছেন। এর আগে একই ঘটনায় বড় ভাই ইয়াসিনের দায়ের কোপে প্রাণ হারিয়েছেন ছোট ভাই মাসুম (৪৫)। শনিবার মাসুমের দাফনের পর রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাদের মা জোলেখা খাতুন। 

বিজ্ঞাপন

রোববার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. মাহবুবুল হক।

নিহতের স্বজনরা জানান, পারিবারিক জমি নিয়ে দুই ভাই ইয়াছিন ও মাসুমের সঙ্গে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার বিকেলে রান্নাঘরে পাতার বস্তা রাখা নিয়ে ইয়াছিনের স্ত্রীর সঙ্গে মাসুমের ঝগড়া হয়। তখন ইয়াছিন ঘরে ছিলেন না। ঝগড়ার বিষয়টি স্ত্রীর কাছ থেকে শোনার পর ইয়াছিন ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে তার ছোট ভাই মাসুম ও মা জুলেখা খাতুনকে আহত করেন। এ সময় প্রতিবেশীরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে দুজনকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মা ও ছেলে দুজনই মারা যান। 

বিজ্ঞাপন

এ বিষয়ে ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, গত বৃহস্পতিবারের ঘটনায় আহত দুজনই মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে থানায় এখনও কেনো অভিযোগ হয়নি। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |