জামালপুরের বকশীগঞ্জে পুকুরে ডুবে দীন ইসলাম বিনয় (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে বগারচর ইউনিয়নের মধ্য টাংগারী পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
দীন ইসলাম বিনয় মিয়া টাংগারী পাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে একই গ্রামের নানার বাড়িতে বেড়াতে যায় দীন ইসলাম বিনয়। পরে খেলতে খেলতে নানার বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায় শিশু বিনয়।
এ সময় বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও বিনয়কে না পেলে দুশ্চিন্তায় পড়ে যায় আত্মীয়স্বজনরা। পরে পুকুর থেকে শিশু বিনয়ের মরদেহ উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, পুকুরে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/এমকে