বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, নির্বাচন নিয়ে গড়িমসি করা হলে দেশে আবারও ফ্যাসিস্ট শক্তির ষড়যন্ত্র মাথাচাড়া দিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। দ্রুত একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় বগুড়া শহরের একটি মোটেলে রাজশাহী বিভাগের জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, বিএনপি ১৬ বছর ধরে রাজপথে গণতন্ত্রের জন্য লড়ছে। ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আন্দোলন করছি। নির্বাচন নিয়ে কারও কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না।” তিনি আরও বলেন, “বিএনপি প্রথম থেকেই নির্বাচনকালীন সরকারের কাছে একটি পরিষ্কার রোডম্যাপ চেয়ে আসছে। তারা কত সময় চান, কী সংস্কার করবেন, নির্বাচন কবে হবে—এসব বিষয় এখনো অস্পষ্ট। এই অনিশ্চয়তা ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ করে দিচ্ছে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা শুধু গণতন্ত্র নয়, আওয়ামী লীগেরও কবর রচনা করেছেন। আজ দেশের মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত। অথচ বিএনপি বারবার নির্বাচনের দাবি জানিয়ে এসেছে। এই দেশ জনগণের, ক্ষমতার মালিকও জনগণ।
তিনি অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারত পালিয়ে গেছেন এবং সেখান থেকে বসে ষড়যন্ত্র করছেন। কিন্তু বিএনপি কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না। জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় আসতে চায়।
বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভাটি সঞ্চালনা করেন রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান ও সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।
পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সহসভাপতি জাহির রায়হান আহমেদ, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আরটিভি/এএএ