ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

অধ্যক্ষকে পুকুরে ফেলে দেয়ার ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার, কমিটি স্থগিত

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০৩ নভেম্বর ২০১৯ , ১১:২২ পিএম


loading/img
ফাইল ছবি

রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে পুকুরে ফেলে দেয়ার ঘটনায় ছাত্রলীগ নেতা কামাল হোসেন সৌরভকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। এছাড়াও রাজশাহী পলিটেকনিক শাখা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ রোববার (২ নভেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত কামাল হোসেন সৌরভ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

---------------------------------------------------------------
আরো পড়ুন: আরও চার বছরের জন্য ভিসি পদে পুনর্নিয়োগ পেলেন ড. আখতারুজ্জামান
---------------------------------------------------------------

এর আগে, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ সাংবাদিকদের জানান, ঘটনার সঙ্গে কামালের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাই রকিকে বহিষ্কারের জন্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

তিনি আরও বলেন, এই ঘটনার তদন্ত করতে মহানগর ছাত্রলীগের সহসভাপতি কল্যাণ কুমার জয়ের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |