ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

আগুনে ঘরের সব মালামাল পুড়ে ছাই, অক্ষত পবিত্র কোরআন

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০ , ০৪:১৪ পিএম


loading/img
গাজীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরের ভেতরের সব মালামাল পুড়ে গেলেও অক্ষত অবস্থায় পবিত্র কোরআন শরীফ উদ্ধার। ছবি: আরটিভি অনলাইন

গাজীপুর সিটি কর্পোরেশনের ইসলামপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি বসত ঘর পুড়ে গেছে। তবে, এতে ঘরের সব মালামাল পুড়ে গেলেও ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনায় ৯টি বসত ঘরে থাকা টিভি ও ফ্রিজসহ সব মালামাল পুড়ে যায়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, গাজীপুর মহানগরীর ইসলামপুর এলাকার তোফাজ্জল হোসেনের বাড়িতে দুপুর ২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। অগ্নিকান্ডে বসতবাড়ির ৯টি ঘর পুড়ে গেছে। তবে, অক্ষত অবস্থায় ছিল পবিত্র কোরআন শরিফ।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |