ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

খাগড়াছড়িতে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৫

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০ , ০৪:৪০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কাঠ পরিবহনে বাধা দেয়াকে কেন্দ্র করে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় গুরুতর আহত আরও এক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার গাজীনগরের বাজারের পাশে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, ৪০ বিজিবি সদস্য সিপাহী মো. শাওন (৩০), গ্রামবাসী আহমদ আলী (২৫), আলী আকবর (২৭), তার বাবা মুছা মিয়া (৫৫) ও মো. মফিজ (৬০)।

পুলিশ জানায়, একটি ট্রলিতে করে জ্বালানি কাঠ নিয়ে যাবার সময় বিজিবি সদস্যরা বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে গ্রামবাসীর সঙ্গে বিজিবি সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিজিবির গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান আহমদ আলী, আলী আকবর তাদের বাবা মুছা মিয়া। পাল্টা হামলায় নিহত হন বিজিবি সদস্য শাওন।

গুলিবিদ্ধ আহত মফিজ মিয়া চট্টগ্রাম নেওয়ার পথে মারা গেছে। এছাড়া মো. হানিফকে (২৮) চট্টগ্রাম মিডিকেলে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন। ঘটনস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এদিকে পরিবারের সদস্যরা দাবি করেছেন বিনা উসকানিতে বিজিবি সদস্যরা এই হামলা চালিয়েছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |