• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

হবিগঞ্জের নূরপুর ইউপি চেয়ারম্যান মুখলিছ মিয়া বরখাস্ত

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ মে ২০২০, ১৩:১৫
Chairman Nurpur Union
হবিগঞ্জের নূরপুর ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান মুখলিছ মিয়া

হবিগঞ্জের নূরপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি ও ত্রাণের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার বিকেল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রেরিত এক পত্রে তাকে বরখাস্ত করা হয়।

এর পূর্বে গেল আট মে সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান মো. মুখলিছ মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের জন্য শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা। এ সময় চেয়ারম্যানের অফিস থেকে ৩৪ বস্তা চাল জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান চেয়ারম্যান।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমি আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ত্রাণ আত্মসাৎ ও বিতরণে অনিয়মের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন বরখাস্তের পত্রটি জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপি নেতা কারাগারে
চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
X
Fresh