• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

জেলেদের চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান ও মেম্বার বরখাস্ত

বরগুনা প্রতিনিধি

  ০২ জুন ২০২০, ২০:১৩
UP chairman and member sacked for embezzling rice from fishermen
অভিযুক্তরা।

জেলেদের চাল আত্মসাতের দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বরগুনায় দুই ইউপি চেয়ারম্যান ও দুই মেম্বার বরখাস্ত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

বরখাস্তরা হলেন, বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান ও ডিএন কলেজের অধ্যক্ষ শাহ নেওয়াজ সেলিম, ১০নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম গোলাম কবির এবং ১০নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ হানিফ ও ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ হারুন মিয়া।

চিঠিতে বলা হয়েছে, নিয়মবহির্ভূতভাবে মৎস্য ভিজিএফের চাল ৮০ কেজির স্থলে ৬০কেজি করে জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও বালিয়াতলী ইউনিয়নের দুই গ্রামপুলিশকে জেলেদের চাল প্রদান করার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় উল্লেখিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের সুপারিশ এর ভিত্তিতে তাদেরকে বরখাস্ত করা হয়েছে।

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চিঠির ভিত্তিতে ইতোমধ্যেই তিনি উপজেলা নির্বাহী অফিসার কে চিঠি ইস্যু করেছেন। এখন থেকে দুটি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্যানেল চেয়ারম্যানগণ দায়িত্ব পালন করবেন।
জিএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কমলাপুর স্টেশনের স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, প্রকৌশলী বরখাস্ত
বিদ্যুৎ কর্মী হতাহতের ঘটনায় ডিপিডিসির দুই কর্মকর্তা বরখাস্ত
কারাগারে ফাঁসিতে ঝুলে হাজতির আত্মহত্যা, কারারক্ষী বরখাস্ত
এস আলমের কালো টাকা সাদা করে ৩ কর্মকর্তা বরখাস্ত