মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে প্রশাসনের উদাসীনতায় আলোকসজ্জাহীন রাতের আঁধারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খাগড়াছড়ি মহালছড়িতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
১৯৫২ এর ভাষা শহীদ, ৭১ এর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যসহ নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকল শহীদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
আলোকসজ্জাহীন রাতের আঁধারে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মুহূর্তে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন ও স্থানীয় সাংবাদিক, সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তবে উপজেলার আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ অফিস) কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন না।
আলোকসজ্জাহীন প্রথম প্রহরে শহীদ মিনার ও উপজেলা পরিষদ ভবনে আলোকসজ্জা ছিলো না। মোবাইল ও টর্চ লাইটের আলো জ্বালিয়ে মহালছড়ি থানা, উপেজলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠন, উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠন এবং মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্মসহ বিভিন্ন সামাজিক সংগঠন মহালছড়ির শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।