• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo
ঠিকাদারকে প্রকাশ্যে চড় মারলেন এসিল্যান্ড
গোপালগঞ্জে খাবার খেয়ে দুই শতাধিক শিশু-কিশোর হাসপাতালে ভর্তি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রাক-বড়দিন অনুষ্ঠানের খাবার খেয়ে প্রায় দুই শতাধিক শিশু-কিশোর অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিশু-কিশোরদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।  সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলার কান্দি ইউনিয়নের এজি চার্চের প্রাক-বড়দিনের অনুষ্ঠানে খাবার খেয়ে এ ঘটনা ঘটেছে।  জানা গেছে, কান্দি এজি চার্চে সকাল ৯টা থেকে সংস্থাটির তালিকাভুক্ত ৩২০ জন শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করে। এ সকল শিশু-কিশোরকে দুপুর ২টার দিকে বিরিয়ানি খাবারের প্যাকেট দেওয়া হয়। বিরিয়ানির প্যাকেট বাড়িতে নিয়ে শিশু-কিশোররা খাওয়ার পরে সন্ধ্যার দিকে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়।  পরবর্তীতে অসুস্থ শিশু-কিশোরদের নিয়ে অভিভাবকগণ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সর্বশেষ পাওয়া পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দুই শতাধিক শিশু-কিশোরকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গেছে। তবে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে।  ধারাবাশাইল গ্রামের বিপুল রায়ের স্ত্রী সাথী রায় বলেন, ‘আমার চার মেয়ে ইষ্টিলা রায় (১১), এঞ্জেলা রায় (৯), সৃষ্টি রায় (৬), পল্লবী রায় (৩) সকালে এজি চার্চের অনুষ্ঠানে যায়। বিকেল সাড়ে ৩টার দিকে ওরা ওই প্রতিষ্ঠানের দেওয়া বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়িতে আসে। পরে ওই বিরিয়ানি খাওয়ার কিছুক্ষণের মধ‌্যে বমি ও পাতলা পায়খানা শুরু হলে তাদেরকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসি।’  কান্দি ইউনিয়ন এজি চার্চের প্রজেক্ট ম্যানেজার রিপন কুন্দা বলেন, ‘আমাদের সংস্থার তালিকাভূক্ত ৩২০ জন শিশু-কিশোরকে নিয়ে প্রাক বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদেরকে স্থানীয় ধারাবাশাইল বাজারের গোবিন্দ বোস হোটেল থেকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। এ বিরিয়ানি খেয়ে প্রায় শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হয়।’  এ বিষয়ে জানার জন্য ধারাবাশাইল বাজারের হোটেল ব্যবসায়ী গোবিন্দ বোসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, ‘সোমবার সন্ধ্যার দিকে বমি ও পাতলা পায়খানাজনিত সমস্যা নিয়ে শিশু-কিশোররা হাসপাতালে আসতে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগীদের চাপ বাড়তে থাকে। ধারণা করা হচ্ছে, খাদ্যজনিত সমস্যা থেকে এরা অসুস্থ হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে যথাসাধ‌্য চিকিৎসা দেওয়া হচ্ছে।’  আরটিভি/এমকে
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার
রক্ত দিয়ে আমরা এই জমিন খরিদ করেছি: মামুনুল হক
দাঁড়িয়ে থাকা বাসে চলন্ত বাসের ধাক্কা, নিহত ২
গোপালগঞ্জে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
গোপালগঞ্জে রেস্তোরাঁয় মিলল এক ব্যক্তির মরদেহ
গোপালগঞ্জ শহরসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের চরপাথালিয়া এলাকায় পিঠা গার্ডেন নামে একটি রেস্তোরাঁ থেকে ফেরদাউস শেখ (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের পর খবর পেয়ে থানার পুলিশ পিঠা গার্ডেনে গিয়ে সেখানকার একটি কক্ষের বিছানায় পড়ে থাকা ওই মরদেহ উদ্ধার করে এবং সেখানকার রেজিস্ট্রার থেকে তার পরিচয় নিশ্চিত হয়। পরে তার স্বজনদেরকে খবর দিয়ে এনে তাদের উপস্থিতিতে মরদেহ সেখান থেকে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  সূত্রে আরও জানা যায়, মরদেহ উদ্ধারকালে ওই কক্ষ থেকে কিছু যৌনউত্তেজক ট্যাবলেট, কনডম ও লুব্রিকেন্ট উদ্ধার করা হয়েছে।   পিঠা গার্ডেনের রেজিস্ট্রার ও সিসি ফুটেজ সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ফেরদাউস শেখ একটি বোরকা পরিহিতা নারীকে নিয়ে ওই রেস্টুরেন্টে প্রবেশ করে। ওই কক্ষে তারা সারারাত থাকার পর বুধবার দুপুর ১২টা পর্যন্ত তারা বের না হলে সেখানকার কর্মচারীরা কক্ষের দরজায় বার বার নক করার পরও যখন দরজা খোলেনি; তখন তারা দরজা খুলে ভেতরে ফেরদাউসকে মৃত পড়ে থাকতে দেখে পরে পুলিশে খবর দেয়। সিসি ফুটেজ সূত্রে আরও জানা যায়, বোরকাপরিহিতা ওই নারী বুধবার ভোরে সেখান থেকে বেরিয়ে যায়।  গোপালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযোগ পাওয়া গেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এএএ/এস
গোপালগঞ্জে ট্রাকচাপায় নিহত ২
গোপালগঞ্জে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  বুধবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী হাইওয়ে পুলিশের এসআই মো. রোমান মোল্লা। নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও ব্যবসায়ী (ঠিকাদার) নুরুল ইসলাম সিকদার (৫০) ও অপর ব্যবসায়ী মোটরসাইকেল চালক মানিক মণ্ডল বাবু।  নিহত নুরুল ইসলাম সিকদার শহরের সোনাকুড় এলাকার রেজাউল হক সিকদার রিজু মিয়ার ছেলে। ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাশিয়ানী হাইওয়ে পুলিশের এসআই মো. রোমান মোল্লা বলেন, নুরুল ইসলাম তার ঠিকাদারি কাজের সাইট পরিদর্শন শেষে মোটরসাইকেলে করে সদর উপজেলার কাঠি থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম মোড় হয়ে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী পেঁয়াজবোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।  তিনি বলেন, মোটরসাইকেলের পেছনের সিটে বসে থাকা নুরুল ইসলাম সিকদার সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেল চালক মানিক মণ্ডল বাবু মারাত্মক আহত হন। আহত ব্যক্তিকে গোপালগঞ্জ আড়াইশ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পথিমধ্যে ফরিদপুরের ভাঙা এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।  আরটিভি/এমকে-টি
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নুরু সিকদার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও বাবু মন্ডল নামে অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বেদগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মো. রুমান মোল্লা। নিহত নুরু সিকদার (৪৬) শহরের সোনাকুড় নিবাসী রেজাউল হক সিকদারের ছেলে।  তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন। আহত আরোহী বাবু মন্ডল (৫৫) রাজবাড়ি জেলার ছোট রঘুনাথপুর গ্রামের হবিবর মন্ডলের ছেলে। এ বিষয়ে এসআই মো. রুমান মোল্লা বলেন, নুরু সিকদার ও বাবু মন্ডল নামে দুজন ঠিকাদার বেদগ্রাম পেট্রল পাম্প থেকে মোটরসাইকেলে তেল ভরে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি পেঁয়াজবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে। এতে মোটরসাইকেলটি আরোহীসহ ট্রাকের তলায় আটকা পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই নুরু সিকদার মারা যান। ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধার করে এবং আহত বাবু মন্ডলকে  গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। আরটিভি/এমকে/এস
‘মা নেই, আব্বু জেলে, আমাদের ৪ ভাই-বোনকে দেখবে কে’
‘মা মারা গেছে, আব্বুকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমরা কার কাছে থাকব? কে আমাদের দেখাশোনা করবে?’ বুধবার (১৩ নভেম্বর) বিকেলে এভাবেই কাঁদতে কাঁদতে নিজেদের দুঃখের কথা বলছিল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামের জামাল মিয়ার ১৩ বছরের ছেলে সাজ্জাদ মিয়া। ছয় বছর বয়সী বোন আফসানা আক্তার, এক মাস বয়সী যমজ বোন আনিশা ও তানিশাকে নিয়ে এখন দিশেহারা শিশুটি। জানা গেছে, গত ১২ অক্টোবর যমজ সন্তান জন্মের এক সপ্তাহ পর মারা যান সাজ্জাদের মা সাথী বেগম। মায়ের মৃত্যুর পর তাদের বাবা জামাল মিয়া তার ৪ সন্তান ও বৃদ্ধ মাকে দেখাশোনা করতেন। তবে গত ৯ নভেম্বর গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদার হত্যা মামলায় দিনমজুর জামাল মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠায় পুলিশ। এরপর মা হারা শিশু সাজ্জাদদের আশ্রয় এখন অশীতিপর অসুস্থ দাদি গোলজান বেগমের কাছে। তবে শারীরিক অসুস্থতা ও বয়সের ভারে নিজেই ভালোভাবে চলতে পারেন না গোলজান বেগম। ফলে তিন বোনদের নিয়ে দিশাহারা সাজ্জাদ। অভিভাবক না থাকায় পড়ালেখাও বন্ধ হতে চলেছে স্থানীয় এম এম খান উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ুয়া সাজ্জাদ ও ৪৭ নম্বর চিত্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তারের। শিশু সাজ্জাদ মিয়া বলে, ‘কয়েক দিন পরেই আমার বার্ষিক পরীক্ষা শুরু হবে। আমার স্কুলের বেতন ও পরীক্ষার ফি কে দেবে? আমার এক মাস বয়সী দুই বোনের দুধের টাকা কে দেবে? বাড়ির আশপাশের লোকজন আমাদের খাবার দিচ্ছে, এভাবে কত দিন চলবে? আমি আমার বাবাকে ফেরত চাই।’ সাজ্জাদের নানি শাহিনুর বেগম বলেন, মাস খানেক আগে আমার মেয়ে যমজ কন্যাসন্তানের জন্ম দেওয়ার ছয় দিন পর মারা যায়। মেয়ে মারা যাওয়ার পর আমার জামাতা মানসিকভাবে ভেঙে পড়ে। চার ছেলে-মেয়ে ও তার মাকে দেখাশোনা করত। পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। কী অপরাধ করেছিল আমার জামাতা? সে দিনমজুরের কাজ করত। এ দেশে কোটি কোটি টাকা যারা লুটে খেয়েছে, তারা তো দিব্যি ভালো আছে। অবুঝ চারটি বাচ্চা নিয়ে কী করব আমরা? আল্লাহ এই মাসুম বাচ্চাদের কপালে এত কষ্ট দিয়ে পাঠাল? সাজ্জাদের চাচা মনির মিয়া বলেন, আমার ভাই বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নেই। একসময় সে আমতলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিল। পুলিশ কী কারণে আমার ভাইকে ধরে নিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে, তা আমাদের জানা নেই। এখন জামালের চার শিশুসন্তানকে দেখাশোনা করার কেউ নেই। দ্রুত সময়ের মধ্যে আমি আমার ভাইয়ের মুক্তি চাই। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদার হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাকার তেজগাঁও থানা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে আমরা জেনেছি। আরটিভি/এসএপি
ট্রাম্পের জয়ে গোপালগঞ্জে খিচুড়ি ভোজ
ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এ বিজয়ে বাংলাদেশের গোপালগঞ্জে খিচুড়ি ভোজের আয়োজন করেছে যুবকরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমুর অর্থায়নে এই আয়োজন করা হয়। শতাধিক মানুষকে এ খিচুড়ি খাওয়ানো হয়। জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী মো. লুৎফর রহমান হিমু। সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইনান্স মেম্বারও। হিমুর পক্ষে এ খিচুড়ি ভোজের আয়োজন করেন তার বন্ধু কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিন। তার বাড়িতেই এ খিচুড়ি রান্না করে স্থানীয় যুবসমাজ। এ বিষয়ে মো. গিয়াস উদ্দিন বলেন, ‘আমার বন্ধু লুৎফর রহমান হিমু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু। সে আমাকে কথা দিয়েছিল- ডোনাল্ড ট্রাম্প জিতলে খিচুড়ি খাওয়াবে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হয়েছেন। এ উপলক্ষে আমার বন্ধু হিমুর অর্থায়নে আমরা কয়েকজন এই খিচুড়ি ভোজের আয়োজন করেছি। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আমরা আনন্দিত ও গর্বিত।’ আরটিভি/এসএপি/এআর
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নে নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন। সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত মামা দ্বীন ইসলাম (২৫) ও ভাগ্নে মো. হোসাইন (১০) দুজনই সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আবুল হাশেম মজুমদার বলেন, স্থানীয়রা হতাহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্বীন ইসলাম ও মো. হোসাইন নামের দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরটিভি/এমকে-টি