• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
গোপালগঞ্জে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
গোপালগঞ্জে রেস্তোরাঁয় মিলল এক ব্যক্তির মরদেহ
গোপালগঞ্জ শহরসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের চরপাথালিয়া এলাকায় পিঠা গার্ডেন নামে একটি রেস্তোরাঁ থেকে ফেরদাউস শেখ (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের পর খবর পেয়ে থানার পুলিশ পিঠা গার্ডেনে গিয়ে সেখানকার একটি কক্ষের বিছানায় পড়ে থাকা ওই মরদেহ উদ্ধার করে এবং সেখানকার রেজিস্ট্রার থেকে তার পরিচয় নিশ্চিত হয়। পরে তার স্বজনদেরকে খবর দিয়ে এনে তাদের উপস্থিতিতে মরদেহ সেখান থেকে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  সূত্রে আরও জানা যায়, মরদেহ উদ্ধারকালে ওই কক্ষ থেকে কিছু যৌনউত্তেজক ট্যাবলেট, কনডম ও লুব্রিকেন্ট উদ্ধার করা হয়েছে।   পিঠা গার্ডেনের রেজিস্ট্রার ও সিসি ফুটেজ সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ফেরদাউস শেখ একটি বোরকা পরিহিতা নারীকে নিয়ে ওই রেস্টুরেন্টে প্রবেশ করে। ওই কক্ষে তারা সারারাত থাকার পর বুধবার দুপুর ১২টা পর্যন্ত তারা বের না হলে সেখানকার কর্মচারীরা কক্ষের দরজায় বার বার নক করার পরও যখন দরজা খোলেনি; তখন তারা দরজা খুলে ভেতরে ফেরদাউসকে মৃত পড়ে থাকতে দেখে পরে পুলিশে খবর দেয়। সিসি ফুটেজ সূত্রে আরও জানা যায়, বোরকাপরিহিতা ওই নারী বুধবার ভোরে সেখান থেকে বেরিয়ে যায়।  গোপালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযোগ পাওয়া গেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এএএ/এস
গোপালগঞ্জে ট্রাকচাপায় নিহত ২
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
‘মা নেই, আব্বু জেলে, আমাদের ৪ ভাই-বোনকে দেখবে কে’
ট্রাম্পের জয়ে গোপালগঞ্জে খিচুড়ি ভোজ
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নে নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন। সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত মামা দ্বীন ইসলাম (২৫) ও ভাগ্নে মো. হোসাইন (১০) দুজনই সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আবুল হাশেম মজুমদার বলেন, স্থানীয়রা হতাহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্বীন ইসলাম ও মো. হোসাইন নামের দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরটিভি/এমকে-টি
গোপালগঞ্জে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার 
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, নির্বাচনে কালো টাকার প্রভাব, পেশী শক্তির প্রভাব দূর করতে হবে। একটি অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ,বিতর্কমুক্ত,অংশগ্রহনমুলক, সর্বজনগ্রহনযোগ্য, উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে হলে ই- ভোটিং ও ব্লক চেইন টেকনোলজি প্রবর্তন করতে হবে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ জেলা জাকের পার্টির ইউনিয়ন প্রতিনিধি সভায় প্রেস ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন। জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা জাকের পার্টি সভাপতি সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি জাকের পার্টির মহাসচিব বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরী। সে সাথে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলার জন্য আলাদা কমিশন প্রতিষ্ঠা করা দরকার। সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় সভাপতি শামসুল আলম সিরাজ মুন্সী, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আ: রশিদ, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাদপুরী, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদিকা কানিজ ফাতিমা লিপি, কেন্দ্রীয় সদস্য মহুয়া সুলতানা লাভলি ও আরও অনেকে। আরটিভি/ ডিসিএনই
কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।  মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা হেডকোয়ার্টারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর তারা সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানীর ওপর হামলার প্রতিবাদে তারা এ কর্মসূচী পালন করে।  উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, যুগ্ম—সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, পৌর—বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া ও সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য—সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য—সচিব মাসুদ তালুকদার, শ্রমিক দল নেতা হাইউল নিজামীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  সমাবেশে বক্তারা গত ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানীর ওপর হামলা এবং হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত হোসেন দিদার নিহত ও প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। পাশাপাশি দোষীদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আরটিভি/এএএ 
হত্যা মামলায় গোপালগঞ্জে আ.লীগ নেতা গ্রেপ্তার
গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার আসামি সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।  মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা সদরের এলজিইডি অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, দিদার হত্যা মামলার আসামি সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার এলজিইডি অফিস এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ওই স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আরটিভি/এএএ/এসএ  
গোপালগঞ্জে জাল টাকাসহ আটক ২
গোপালগঞ্জে ২ লাখ ৪০ হাজার জাল টাকাসহ ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে শহরের লঞ্চঘাট ও সদর হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, সদর উপজেলার হরিদাসপুর গ্রামের হিরু শেখের ছেলে হাবিবুর রহমান (৪০) এবং ফকিরকান্দি গ্রামের মৃত নওশের আলি শেখের ছেলে রিপন শেখ ওরফে বাটু শেখ (৩৭)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০২৩ সালে ডিএমপির তুরাগ থানা এলাকার ডাচ বাংলা ব্যাংকের ডাকাতি মামলার আসামি হাবিবুর রহমানকে জাল টাকাসহ আটক করে। পরে হাসপাতালের সামনে অভিযান চালিয়ে জাল টাকাসহ রিপন শেখ ওরফে বাটু শেখকে আটক করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, আসামিরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিল। এদের মধ্যে হাবিবুর রহমান ডিএমপির তুরাগ থানার ডাচ বাংলা ব্যাংকের ডাকাতি মামলার আসামি। আটককৃতদের বিরুদ্ধে মামলার দায়েরের প্রস্তুতি চলছে। আরটিভি/এএএ/এসএ 
কলেজ ফাঁকি দিয়ে পার্কে আড্ডা, এরপর যা হলো
গোপালগঞ্জে কলেজ ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়ার সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এরমধ্যে ২৬ জন নারী ও ১৪ জন ছেলে শিক্ষার্থী। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জেলা শহরের লেক পার্ক ও শেখ রাসেল শিশু পার্কে অভিযান চালিয়ে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে তাদের হস্তান্তর করা হয়। জানা যায়, শহরের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কলেজ ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেন। শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিহিত অবস্থায় তারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান গণমাধ্যমকে জানান, আটকদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামীতেও জেলা শহরের আইনশৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/এএএ/এসএ