• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
‘মা নেই, আব্বু জেলে, আমাদের ৪ ভাই-বোনকে দেখবে কে’
কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।  মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা হেডকোয়ার্টারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর তারা সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানীর ওপর হামলার প্রতিবাদে তারা এ কর্মসূচী পালন করে।  উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, যুগ্ম—সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, পৌর—বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া ও সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য—সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য—সচিব মাসুদ তালুকদার, শ্রমিক দল নেতা হাইউল নিজামীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  সমাবেশে বক্তারা গত ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানীর ওপর হামলা এবং হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত হোসেন দিদার নিহত ও প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। পাশাপাশি দোষীদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আরটিভি/এএএ 
প্রেমঘটিত কারণে হতাশায় দুই বন্ধুর আত্মহত্যা
গোপালগঞ্জে প্রসূতির মৃত্যু, চিকিৎসকসহ গ্রেপ্তার ৩
বাবা-মায়ের স্বপ্ন পূরণে যে কাণ্ড করলেন ৫ ভাই
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০