• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
কৃষি জমিতে কারখানার বর্জ্য, বিপাকে কৃষক
ঝিনাইদহের কালীগঞ্জে ধানের তুষ-কুঁড়ো থেকে তেল (রাইস ব্র্যান ওয়েল) উৎপাদনকারী কারখানার প্রভাবে নষ্ট হচ্ছে জমির ফসল। কারখানার বয়লার থেকে নির্গত ছাইযুক্ত কালো ধোঁয়া এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও পয়ঃনিষ্কাশনের অভাবে আবাদি ফসল ছাড়াও কৃষি কাজে ব্যাপক প্রতিবন্ধের মুখে পড়ছেন চাষিরা। বিষয়টি মৌখিকভাবে প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের অবগত করলেও কার্যত সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না অভিযোগ তাদের। মজুমদার এগ্রো টেক ইন্টারন্যাশনাল লিমিটেড নামক কোম্পানির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। উপজেলার বারোবাজার ইউনিয়নের পিরোজপুর গ্রামে যশোর-খুলনা হাইওয়ে সড়ক ঘেঁষে ছয় বিঘা জমির ওপর এই কারখানা অবস্থিত। কারখানাটির চারপাশেই রয়েছে শত শত বিঘা আবাদি জমি। এই জমিতে ধান, রবি শস্য এবং শাকসবজি চাষাবাদ করে থাকেন স্থানীয় কৃষকেরা। জানা গেছে, রাইস ব্র্যান ওয়েল উৎপাদনকারী মজুমদার এগ্রো টেক কোম্পানি প্রায় ২০ দিন আগে উৎপাদন শুরু করে। কিন্তু উৎপাদনের শুরু থেকে কারখানাটির বয়লারের কালো ধোঁয়ার সঙ্গে কুচি ছাই আশপাশের ফসলি জমিসহ বসতবাড়ির ওপরে গিয়ে পড়ছে। এতে এক দিকে যেমন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঠে থাকা কৃষকের আবাদি ফসল। এদিকে কারখানাটির কারণে সৃষ্ট সমস্যা স্থানীয় কৃষকরা মৌখিকভাবে প্রতিষ্ঠানটির দায়িত্বশীলদের অবগত করলেও সমাধানে কার্যত কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মজুমদার এগ্রো টেক ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার ঘোষ জানান, চালের ওপর থাকা আবরণ থেকে প্রক্রিয়াজাতের মাধ্যমে আমার কোম্পানিতে উৎপাদিত হয় রাইস ব্র্যান অয়েল। সম্প্রতি কারখানাটিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। রপ্তানিযোগ্য এ পণ্য উৎপাদনে কারখানার আশপাশে কারো ক্ষতি হয়, এমন কোনো কাজ আমরা করব না। ছাই ও পানি নিষ্কাশনের ব্যাপারে স্থানীয়রা এসে মৌখিকভাবে আমাদের জানিয়েছেন। আমরা শিগগিরই এ ব্যাপারে পদক্ষেপ নিয়ে সমাধান করব। কালীগঞ্জ কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি জানান, আমি দেখেছি বারবাজারের পিরোজপুর এলাকায় একটি বড় কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। ওই কারখানার অশোধনীয় বর্জ্য আশপাশের কৃষি জমিতে চলে যাওয়ায় চাষাবাদে ব্যাঘাতসহ স্থানীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানতে পেরেছি। আমি এ ব্যাপারটি আরও ভালোভাবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুনতাছির রহমান বলেন, লাইসেন্স পাওয়ার পর কারখানার কার্যক্রম শুরুর নিয়ম। তারা সেটি করেছেন। দূষণ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণের শর্ত দিয়েই কারখানার লাইসেন্স ইস্যু করা হয়। কিন্তু তারা শর্ত প্রতিপালন না করলে দেওয়া লাইসেন্স স্থগিত করা হবে। বিষয়টি আমার নজরে এসেছে। খুবই অল্প সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এএএ/এআর  
দুপুরে নিখোঁজ শিশু, সন্ধ্যায় পুকুরে মিলল মরদেহ
শৈলকুপায় মেছোবাঘকে পিটিয়ে হত্যা
বিএনপির দুই সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত ৬
কালীগঞ্জে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
৭ মাথার খেজুর গাছ দেখতে উৎসুক জনতার ভিড়
ফিনিক্স ড্যাকটিলিফিরা গোত্রভুক্ত খেজুর গাছ কমপক্ষে ৬ হাজার বছর ধরে পৃথিবীতে টিকে আছে। সাধারণত এক মাথা নিয়ে জন্ম নেয় খেজুর গাছ। তবে প্রচলিত নিয়ম ভেঙে একাধিক মাথা নিয়ে মাঝে মাঝে দাড়িয়ে থাকতে দেখা গেছে অনেক খেজুর গাছকে। যে গাছগুলো দেখতে অদ্ভুত ও অসাধারণ মনে হয়। তেমনি এবার ৭ মাথার একটি খেজুর গাছের সন্ধান পাওয়া গেছে ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার মোথনপুর গ্রামে।  গ্রামটির প্রবেশ সময় রাস্থার বাম পাশে দেখা মিলবে ৭ মাথাওয়ালা এ খেজুর গাছটির। এটি দেখতে এখন গ্রামটিতে অনেক মানুষ ভিড় করেন, বিশেষকরে পড়ন্ত বিকালে। মোথনপুর গ্রামের প্রবেশ পথে এ গাছটি ১৫ থেকে ১৬ বছর ধরে দাঁড়িয়ে আছে বলে জানান স্থানীয়রা।  মোথনপুর গ্রামের তোফাজ্জেল হোসেন জানান, গাছটি কমপক্ষে ১৫ থেকে ১৬ বছর ধরে এ রাস্তার পাশে আছে। গাছের মাথাগুলো দেখলে মনে হয় ৭টি গাছ যেন একসাথে দাঁড়িয়ে। এমন গাছ দেখলেই ভালো লাগে।  কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙা ইউনিয়নের ইউপি সদস্য ও মোথনপুর গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম জানান, প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে গাছটি অনেকে দেখতে আসেন। আমি আপনাদের মাধ্যমে বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন গাছটির রক্ষণাবেক্ষণসহ সংরক্ষণ করে। আরটিভি/এফআই
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই তরুণীর অনশন
ঝিনাইদহের হলিধানী ইউনিয়নে শাহীন নামে এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে একসঙ্গে দুই তরুণী অনশন করেছেন। শনিবার (২ নভেম্বর) রাত ৭টায় সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের ইকরামুলের ছেলে শাহীনের বাড়িতে ওই দুই তরুণী অনশন করেন। জানা যায়, শনিবার বিকেল থেকে রুনা নামে এক কলেজ পড়ুয়া মেয়ে বিয়ের দাবিতে শাহীনের বাড়িতে অবস্থান নেন। রুনার দাবি শাহীন বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দুই বছর ধরে তার সঙ্গে প্রেম করে আসছেন। তাদের দুই পরিবার এই বিয়েতে রাজি ছিল। কিন্তু শাহীন ধর্ষণ মামলায় আসামি হওয়ায় পরে তার পরিবার এই বিয়েতে অস্বীকৃতি জানায়। এরপর রুনাকে পরিবার থেকে তার অমতে বিয়ে দিতে গেলে তিনি বাড়ি থেকে পালিয়ে শাহীনের বাড়িতে ওঠেন। অন্যদিকে গত দুই মাস হলো সাদিয়া নামে আরেক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন শাহীন। প্রেমিকের বিয়ের কথা শোনার পর সাদিয়াও বিয়ের দাবিতে তার বাড়িতে আসেন। এমন ঘটনায় শাহীন ও তার পরিবারের ওপর ক্ষুব্ধ এলাকাবাসী। এলাকাবাসীর দাবি শাহীন দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপে জড়িত। এর আগেও এক সনাতন ধর্মাবলম্বী মেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণসহ একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি। তারা এর একটা সমাধান চান। বিয়ের দাবিতে অনশন করা রুনা বলেন, শাহিনের সঙ্গে আমার দুই বছরের প্রেমের সম্পর্ক। আমাদের বিয়েতে দুই পরিবারই রাজি ছিল। কিন্তু শাহীন ধর্ষণ মামলায় আসামি হওয়ায় আমার পরিবার আর মেনে নেয়নি। শুক্রবার আমার বিয়ের জন্য পরিবার থেকে চাপ দেয়। আমি শাহিনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। এ কারণে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই আমি শাহিনের বাড়িতে এসেছি। আমি ওকেই বিয়ে করবো। শহিন যদি ওই মেয়েকে বিয়ে করে, তাও আমার কোনো সমস্যা নেই। সাদিয়া খাতুন বলেন, শাহিনের সঙ্গে দুই মাস ধরে প্রেমের সম্পর্ক। এর আগে শাহিন আমাকে বিয়ের জন্য তার বাড়িতে আসতে বলে। আমি বাড়ি থেকে তার বাড়িতে আসি। তখন শাহিনের বাড়ির লোকজন ঝামেলা করায় সেদিন বিয়ে হয়নি। আজ আবার শাহিনের বাড়িতে আরেক মেয়ে বিয়ের দাবিতে এসেছে। আমি তো ওকে ভালোবাসি। শাহিন আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছে। আমাকে রেখে এখন আবার অন্য মেয়েকে বিয়ে করতে চায়। তাই আমি আমার অধিকার আদায়ের জন্য শাহিনের বাড়িতে এসেছি। এ বিষয়ে শাহিন জানান, তাকে বিয়ে করতে যে দুই মেয়ে আসছে, তাদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল, এখন নেই। তবে তারা যেহেতু তাকে বিয়ে করতে বাড়িতে চলে আসছে, তাদের দুই জনকে বিয়ে করতে কোন আপত্তি নেই। সে দুইজনকেই বিবাহ করতে রাজি। হলিধানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সন্তোষ কুমার গণমাধ্যমকে বলেন, গাগান্না গ্রামের শাহিনের বাড়িতে বিয়ের দাবিতে একই সঙ্গে দুই মেয়ে এসেছে এটা খুবই দুঃখজনক।  আরটিভি/এএএ
ঝিনাইদহে প্রয়াত সংসদ সদস্য বেল্টুর জন্য দোয়া ও আলোচনা সভা
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদুজ্জামান বেল্টুর স্মরণে কোরআন খতম ও আলোচনা সভা করেছে কালীগঞ্জ উপজেলা বিএনপি।  বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় দলটির ফয়লা রোডের কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  দোয়া পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।  হামিদ বলেন, শহীদুজ্জামান বেল্টু একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি তার  আত্মার মাগফিরাত কামনা করছি।  উল্লেখ্য, শহীদুজ্জামান বেল্টু ১৯৯১ সালের পঞ্চম, ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ, জুন ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে ঝিনাইদহ-৪ আসন থেকে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৫ সালে তিনি এলজিআরডি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী উপকমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার হন। পরে দল তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। তিনি কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্বও পালন করেন। বেল্টু ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার হাসনহাটি গ্রামের মৃত নাফি উদ্দীন বিশ্বাসের ছেলে। আরটিভি/এএএ 
গণঅধিকারের রাশেদকে রাজনৈতিক সহযোগিতা দিতে বিএনপির চিঠি 
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানকে রাজনৈতিক সহযোগিতা দেওয়ার জন্য ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় বিএনপির এমন নির্দেশনার পর জেলাজুড়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জানা গেছে, ২৪ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর একটি চিঠি প্রেরণ করেন। যেখানে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানকে তার নিজ সংসদীয় এলাকা ঝিনাইদহ-২ আসনে (হরিনাকুন্ড ও সদরের একাংশ) তাকে রাজনৈতিক সহযোগিতা দেওয়ার কথা বলা হয়। কেন্দ্র থেকে এমন ঘোষণা আসার পরই জেলাজুড়ে শুরু হয় আলোচনা।  নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েকজন জেলা পর্যায়ের নেতা জানিয়েছেন, এমন ঘটনা রাজনীতিতে বিরল। এতে দলে অভ্যন্তরীণ কোন্দল বাড়তে পারে।  এ ব্যাপারে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, চিঠি পেয়েছি। এ ব্যাপারে পরে কথা বলব।  আরটিভি/এমকে-টি
ঝিনাইদহ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩১ জন আটক
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে পার্শ্ববর্তীদেশ ভারতে যাওয়ার সময় ৩১ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  রোববার ও সোমবার (২৮ অক্টোবর) দুদিনে ৩১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বেশির ভাগই নারী। এরমধ্যে ১৯ জন নারী, ৭ জন পুরুষ ও ৫ শিশু রয়েছে। আটকৃতরা ঢাকা, বরিশাল, নড়াইল, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর ও চট্টগ্রাম জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২ নারীকে আটক হয়েছে। পরে আন্তঃসীমান্ত মানবপাচার প্রতিরোধ বিষয়ক আইন ও ভিকটিম চিহ্নিতকরণ সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরে হস্তান্তর করা হয়েছে। ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ বলেন, মহেশপুর সীমান্তের শ্রীনাথপুর, মাটিলা, কুমিল্লাপাড়া, পলিয়ানপুর, বাঘাডাংগা এবং জীবননগর উপজেলার বেনীপুর এলাকা দিয়ে অবৈধভাবে কয়েকজন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছেন এমন সংবাদের ভিত্তিতে এসব এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে নারী-পুরুষসহ ৩১ জনকে আটক করা হয়েছে।   উল্লেখ্য, চলতি অক্টোবরে এ পর্যন্ত মোট ২৫৫ জনকে আটক করে বিজিবি। আরটিভি/এমকে
টিকা নেওয়ার সময় অসুস্থ ৪০ মাদরাসা ছাত্রী
ঝিনাইদহের কালীগঞ্জে মনোহরপুর পুকুরিয়া দাখিল মাদরাসার ছাত্রীরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) বা জরায়ু মুখ ক্যানসারের টিকা নেওয়ার সময় গণহিস্টেরিয়ায় অন্তত ৪০ জন অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।  সোমবার (২৮ অক্টোবর) দুপুরে অসুস্থ হওয়ার এ ঘটনা ঘটে।  জানা যায়, সারাদেশের মতো বৃহস্পতিবার থেকে কালীগঞ্জ উপজেলায় এ টিকার কার্যক্রম শুরু হয়। সোমবার সকাল ১০টা থেকে মনোহরপুর পুকুরিয়া দাখিল মাদরাসার মেয়েদের এ টিকার দেওয়া কার্যক্রম শুরু হয়। দুই ঘণ্টায় শতাধিক মেয়েকে টিকা দেওয়া হয়। দুপুর ১২টার দিকে হঠাৎ একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রাথমিকভাবে মাদরাসায় সেবা দেওয়ার পর সুস্থ হন। কিছুক্ষণ পর হঠাৎ করেই বিভিন্ন শ্রেণির মেয়েরা অসুস্থ হতে শুরু করেন। একে একে প্রায় ৪০ জন অসুস্থ হয়ে পড়েন।  পরে টিকাদান টিমের সহকারীরা হাসপাতালে খবর দিলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাদরাসায় এসে তাদের হাসপাতালে নেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলেন সুবর্ণা (১৪), মিম খাতুন (১১), রিমি খাতুন (১২), যুথী খাতুন (১৫, মুন্নি খাতুন (১৫), তারিন সুলতানা (১৫), ফারিয়া খাতুন (১৪), লামিয়া (১২), শিমু খাতুন (১৪), তুলি (১৪), সোনালী (১৪), সীমা (১৪), রুমি (১৪) ও জিনিয়া (১৩)। বাকিদের হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে মাদরাসার সুপার মাওলানা ইউনুছ আলী আলী বলেন, সকালে হাসপাতাল থেকে চারজনের একটি টিম মাদরাসার মেয়েদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেন। ভ্যাকসিন দেওয়ার প্রায় শেষ পর্যায়ে ষষ্ঠ শ্রেণির এক মেয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে প্রাথমিক চিকিৎসা দিলে সুস্থ হয়ে ওঠেন। কিছুক্ষণ পর একে একে প্রায় ৪০ জন অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘এটাকে ম্যাস হিস্টেরিয়া বা দেখাদেখি আতঙ্কগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়া বলে। আমি সেখানে উপস্থিত হয়ে দেখি যে কক্ষে টিকা দেওয়া হচ্ছে সেটা বদ্ধ এবং একটি ফ্যান নষ্ট। পরে সবাইকে আলাদা আলাদা কক্ষে বসাই। তারপরও যারা অসুস্থ হয়েছেন তাদের বেশিরভাগই সকালে না খাওয়া ছিলেন। পরে আমি না খাওয়াদের টিকা দিতে নিষেধ করি। অসুস্থ মেয়েদের আমার গাড়ি ও হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসি। এটা নিয়ে ভয়ের কিছু নেই। সবাই এখন ভালো আছেন।’ আরটিভি/এমকে-টি