সাতক্ষীরার তালা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীরও। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা মির্জাপুর এলাকার শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্বামী-স্ত্রী দুজন হলেন- উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের কানাইলাল দাশ (৬৮) ও তার স্ত্রী স্বরসতী দাশ (৬০)।
কানাইলাল দাশের ভাতিজা অপূর্ব দাস বলেন, আমার কাকা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। হার্টের সমস্যা ছিল তার। সোমবার সন্ধ্যার দিকে চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেওয়ার পথে তালা উপজেলার মির্জাপুর বাজারে পৌঁছালে তিনি মারা যান। এই খবর মোবাইলে বাড়িতে জানালে তার স্ত্রী স্বর্ণলতা দাস (স্বরসতী দাস) স্ট্রোক করে মারা যান। মঙ্গলবার দুপুরে মির্জাপুর শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। ঘটনাটি দুঃখজনক।
আরটিভি/এএএ