• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
মাহিন্দ্রা-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬
পিওনের চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, আটক ১
পিওন পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে ওয়ালিদ হোসেন বাপ্পী নামে এক ব্যক্তিকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। মঙ্গলবার রাতে ভোমরা বন্দর এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। বুধবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাজরিয়া হোসাইন। গ্রেপ্তার ওয়ালিদ হোসেন বাপ্পী গোপালগঞ্জ সদরের পূর্ব নিজরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ভুক্তভোগী ঢাকার মতিঝিল গোপীবাগ এলাকার বাসিন্দা মেহেদী হাসান বলেন, ৪ বছর আগে তমা গ্রুপে বাপ্পী ও আমি একসঙ্গে কাজ করতাম। পরে তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। সোমবার তিনি হঠাৎ আমাকে ফোন করে বলেন, স্যার ভোমরা কাস্টমসে পিয়ন পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। একটা ছেলে লাগবে। কাউকে কোনো ঘুষ দেওয়া লাগবে না। তবে মিষ্টি খাওয়াতে বিশ হাজার টাকা দিতে হবে।  মেহেদী হাসান আরও বলেন, তখন আমি আমার ছোট ভাইকে ওই পদে নেওয়ার কথা বললে তিনি আমার ভাইকে ভোমরায় যেতে বলেন। সে অনুযায়ী মঙ্গলবার সকালে আমি ও আমার ভাই জাহিদ হাসান জয় ভোমরায় এসে তার সঙ্গে দেখা করে প্রথমে ২০ হাজার টাকা ও পরে আরও এক হাজার টাকা দেই এবং তিনি সব কাগজপত্র নিয়ে চলে যান। এরপর তিনি তার ফোন বন্ধ করে দেন। আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। পরে ভোমরা এলাকায় তার ছবি দেখিয়ে স্থানীয়দের সহযোগিতায় আমরা বাপ্পীকে আটক করে পুলিশে খবর দেই। পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।  সাতক্ষীরা সদর থানার এসআই মাজরিয়া হোসাইন বলেন, স্থানীয়রা আটক করে ওয়ালিদ হোসেন বাপ্পীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন। তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এমকে-টি
সুন্দরবনে অপহৃত ১০ জেলে উদ্ধার
দেবহাটায় ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ১
ভূমি অফিস স্থানান্তর না করার আহ্বান পাটকেলঘাটা সমিতির
দাদিকে গলাকেটে হত্যা করল নাতি
প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত
মসজিদের বিদ্যুৎ লাইন দেওয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে সাতক্ষীরায় প্রতিপক্ষের হামলায় এক সাবেক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর সদরের আবাদের হাটে এ ঘটনা ঘটে।  নিহত আব্দুল মান্নান সদর উপজেলার ইন্দিরা গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে ও আগরদাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর মসজিদের লাইন থেকে বিদ্যুৎ দেওয়ার মাসিক টাকা ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করছিলেন আব্দুল মান্নান। এ সময় এক ব্যবসায়ীর কাছে টাকা চাওয়ায় সেখানে বসে থাকা ইন্দিরা গ্রামের জনৈক তমিজউদ্দীনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল মান্নানকে বেধড়ক মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পর রাতে তিনি মারা যান।  এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আবাদেরহাট বাজারে দুজনের মধ্যে মারামারি হলে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মারা যান। পরে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়। তবে ঘটনাস্থলে যাওয়ার পর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তারা নিহতের মরদেহ ময়নাতদন্ত করতে রাজি নন। এমনকি তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও নেই। প্রসঙ্গত, ২০১৩ সালে আগরদাড়ী ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম মারা যাওয়ার পর ২০১৪ সালে আগরদাড়ী ইউপির উপনির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হয়ে লাঙল প্রতীক নিয়ে আব্দুল মান্নান চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আরটিভি/আইএম
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। সেইসঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। মৃদু বাতাস বইছে। এর প্রভাবে উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোলিনী, কুড়িকাহুনিয়া, কামালকাটি, কোমরপুরসহ বিভিন্ন স্থানের কমপক্ষে ৯টি পয়েন্টে ৫ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। আর এসব জরাজীর্ণ বেড়িবাঁধ ভাঙন আতঙ্কে রয়েছে উপকূলের হাজার হাজার মানুষ। নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে। সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, উপকূলীয় অঞ্চলে বর্তমানে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।  জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার ১৫৬টি আশ্রয় কেন্দ্রসহ ৮৮৭টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। যেখানে ৪ লাখ ৪৩ হাজার ৫০০ জন মানুষ নিরাপদে আশ্রয় নিতে পারবেন। এ ছাড়া দুর্যোগ মোকাবিলায় ৫ লাখ টাকার গো-খাদ্য, ৫ লাখ টাকার শিশু খাদ্য, ৮০০ টন চাল এবং নগদ অর্থ প্রায় ৭ লাখ টাকা মজুদ রাখা হয়েছে। এ ছাড়া জরুরি ত্রাণের জন্য ৪৪২ টন চাল মজুত রয়েছে। দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য পর্যাপ্ত সংখ্যক ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  তিনি আরও জানান, ইতোমধ্যে সাতক্ষীরায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১-এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন আহমেদ জানান, সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ৬৮৩ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ৯টি পয়েন্ট বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। তবে তাৎক্ষণিক মোকাবিলায় ১১ হাজার জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। আরটিভি/এএএ/এসএ
ভোমরা স্থলবন্দরে টানা ৬ দিন পর আমদানি-রপ্তানি শুরু
দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর দেশের তৃতীয় বৃহত্তম সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আজ সকাল থেকে আমদানি-রপ্তানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে গত সপ্তাহের ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ৬ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ভোমর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান, দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল। আরটিভি/এমএ
ফ্রিজ বিস্ফোরিত হয়ে ব্যাংকে অগ্নিকাণ্ড 
সাতক্ষীরায় এসবিএসি ব্যাংকে ফ্রিজ বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শহরের সুলতানপুরে ব্যাংকটির ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সাইফুজ্জামান বলেন, ব্যাংকের ভেতরে থাকা একটি ফ্রিজ বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস সেখানে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ব্যাংকের ভল্ট ও অন্যান্য জিনিসপত্র অক্ষত রয়েছে। এসবিএসি ব্যাংকের সাতক্ষীরা শাখার ম্যানেজার জিএম আব্দুল কাদের বলেন, ভবনের পেছনের বাড়ি থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখে বাড়ির লোকজন সিকিউরিটি গার্ড মামুন গাজী ও ইউনুস আলীকে বিষয়টি জানায়। পরবর্তীতে সিকিউরিটি গার্ডরা আমাকে জানালে আমি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিচেনে থাকা একটি ফ্রিজ পুড়ে গেছে। তবে ভেতরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আরটিভি/এফআই
আন্দোলনে শহীদদের নামে স্টেডিয়ামের নামকরণ হবে: আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে মানুষের জীবনের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। যারা জাতীয় বীর এবং যে সকল শহীদ হয়েছেন তাদের নামে স্টেডিয়ামের নামকরণ করা হবে।  শনিবার (১২ অক্টোবর) সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা নির্ধারণ উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  আসিফ মাহমুদ বলেন, সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। সাতক্ষীরা জেলাকে নিয়ে আগে যে কথা শোনা যেত এসে দেখি তা নয়। এখানে মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রতির কোনো ঘাটতি নেই। এ জেলার মানুষ অনেক শান্তিপ্রিয়। গত ১৮ জুলাই ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত হওয়া দেবহাটার সন্তান আসিফ হাসানের কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে মানুষের বিনিময়ে আজকের এই স্বাধীনতায় শহীদ আসিফদের অবদানের কথা ভুলে গেলে হবে না। তাদেরকে প্রেরণা হিসেবে ধারণ করতে হবে। এরই অংশ হিসেবে দেবহাটা উপজেলার মিনি স্টেডিয়ামের নাম ‘শহীদ আসিফ স্টেডিয়াম’ করা হবে।  মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনের পরিচালনায় বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা একান্ত সচিব (উপ-সচিব) আবুল হাসান, উপজেলা বিএনপির সদস্যসচিব মহিউদ্দীন সিদ্দিকী, পারুলিয়া ইউপির চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ছাত্র আন্দোলনের সদস্য আবিদ হাসান তানভির প্রমুখ।  এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান চৌধুরী, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিসুর রহমান, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ সিদ্দিকী, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক প্রভাষক আবু তালেব মোল্যা, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন, দরদির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বর্তমান সভাপতি সাকিব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নাসিম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ছাত্র-জনতা।  মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা পরিদর্শন শেষে পারুলিয়া জেলিয়াপাড়া ও গাজীরহাট পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের নিহত আসিফ হাসানের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। পরে তিনি শ্যামনগরের উদ্দেশ্যে যাত্রা করেন। আরটিভি/এএএ/এসএ
ভেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সাতক্ষীরার কলারোয়ায় পুকুরে ডুবে আব্দুর রহমান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্দনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার ওসি। আব্দুর রহমান চন্দনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড চন্দনপুর গ্রামের মো. রাজুর ছেলে। সে চন্দনপুর দাখিল মাদরাসায় দ্বিতীয় শ্রেণির ছাত্র। এ বিষয়ে চন্দনপুর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুলাহ বলেন, ‘আব্দুর রহমানকে পুকুরে ডুবে যেতে দেখে ছোট ভাইটি অনেক চেষ্টা করলেও তাকে আর ভেলায় তুলতে না পেরে মাকে গিয়ে জানায়। তখন পরিবারের ও প্রতিবেশীদের সহযোগিতায় প্রায় ৪০মিনিট পুকুরে খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে স্থানীয় ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।’ আরটিভি/এমকে