• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo
শীতের মধ্যে সাতক্ষীরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি 
স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও
সাতক্ষীরার তালা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীরও। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা মির্জাপুর এলাকার শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্বামী-স্ত্রী দুজন হলেন- উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের কানাইলাল দাশ (৬৮) ও তার স্ত্রী স্বরসতী দাশ (৬০)। কানাইলাল দাশের ভাতিজা অপূর্ব দাস বলেন, আমার কাকা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। হার্টের সমস্যা ছিল তার। সোমবার সন্ধ্যার দিকে চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেওয়ার পথে তালা উপজেলার মির্জাপুর বাজারে পৌঁছালে তিনি মারা যান। এই খবর মোবাইলে বাড়িতে জানালে তার স্ত্রী স্বর্ণলতা দাস (স্বরসতী দাস) স্ট্রোক করে মারা যান। মঙ্গলবার দুপুরে মির্জাপুর শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। ঘটনাটি দুঃখজনক। আরটিভি/এএএ   
ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
সাতক্ষীরায় আই ডায়াসপোরা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
এক মাছ বিক্রি হলো ৩ লাখ ১২ হাজার টাকায়
সুন্দরবন থেকে ৪৩ জেলে আটক, জরিমানায় মুক্তি
বাংলাদেশে ব্যবসা বন্ধ করলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে: উপদেষ্টা সাখাওয়াত
অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন,  ভারত তো আমাদের বিনা পয়সায় মালামাল দেয় না। পয়সা নিয়েই দেয়। তারা যদি মনে করে ব্যবসা-বাণিজ্য বন্ধ করবে, করুক। তারা গরু বন্ধ করেছে। তাই বলে কি আমরা এখন গরু খাচ্ছি না। ব্যবসা বন্ধ করলে ভারতই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, দুই দেশের ব্যবসা-বাণিজ্যের সঙ্গে লাখ লাখ মানুষ জড়িত। রাজনৈতিক অবরোধ বিভিন্ন সময়ে দুই পাশেই হয়ে থাকে। এ কারণে দুই-এক দিনের সমস্যা হতে পারে। তবে ভারতের ব্যবসায়ীরা এসব মেনে নেবে না। তারা এই বাজারটাকে নষ্ট করবে না। তাই আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। এ সময় উপদেষ্টা ভারতীয় মিডিয়ার অপপ্রচারের নিয়েও কথা বলেন। তিনি বলেন, তারা যে অপপ্রচার করছে তাতে আমাদের থেকে তাদেরই বেশি ক্ষতি হচ্ছে। কারণ, বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকতে চায়। কিন্তু এসব দেখলে তারা ভারতের বিপক্ষে দাঁড়িয়ে যায়।  নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই উপদেষ্টা আরও বলেন, ভারতীয় মিডিয়া গুজব ছড়িয়ে টিআরপি বাড়ালেও বাংলাদেশের মানুষের থেকে তারা দূরে সরে যাচ্ছে।  এর আগে, দুপুর ১২টার দিকে ভোমরা স্থলবন্দরে পৌঁছান এম সাখাওয়াত হোসেন। পরে তিনি সেখানকার ইমিগ্রেশন পরিদর্শন করেন এবং ভারত ও বাংলাদেশের পাসপোর্ট যাত্রীদের কোনো হয়রানি হয় কি না, সে বিষয়েও সার্বিক খোঁজখবর নেন। এরপর ভোমরা কাস্টমসের যাত্রীদের লাগেজ স্ক্যানার মেশিন, স্থলবন্দরের পণ্য পরিমাপ স্কেলসহ বন্দরের বিভিন্ন সেড পরিদর্শন শেষে স্থলবন্দরের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্থলবন্দর আয়োজিত ভোমরা স্থলবন্দরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, যশোর বিজিবি সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক, ভোমরা কাস্টমসের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ, ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রুহুল আমিন, ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক আবু মুসা, ভোমরা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। আরটিভি/আইএম/এস
ভারতে পাচারকালে সীমান্ত থেকে ৬ হনুমান উদ্ধার
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ছয়টি হনুমান উদ্ধার করেছে বিজিবি। এ ছাড়াও সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তের একাধিক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করা হয়। বুধবার (৪ ডিসেম্বর) ভোমরা, বৈকারী, সাতানী ও কলরোয়ার কাকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া সীমান্ত এলাকা থেকে হনুমানসহ এসব ভারতীয় মালামাল জব্দ করা হয়। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক গণমাধ্যমকে জানান, সাতক্ষীরা সদর উপজেলার সাতানী এলাকা দিয়ে বন্যপ্রাণী পাচার হচ্ছে খবর পেয়ে অভিযানে যায় বিজিবি। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সাতানী পাকা রাস্তার ওপর খাঁচাবন্দি ছয়টি হনুমান রেখে পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়। যা পরবর্তী পদক্ষেপের জন্য বিজিবি হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে পৃথক একাধিক অভিযান চালিয়ে প্রায় এগারো লাখ টাকার ভারতীয় ওষুধ, মাদকদ্রব্য ও শাড়ি জব্দ করা হয়েছে। আরটিভি/এএএ
অপদ্রব্য পুশ করা ১১২২ কেজি চিংড়ি জব্দ, একজনকে কারাদণ্ড
সাতক্ষীরায় অপদ্রব্য পুশ করা এক হাজার ১২২ কেজি বাগদা চিংড়ি জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে বিশেষ টাস্কফোর্স। একইসঙ্গে অপদ্রব্য পুশকৃত মাছ বাজারজাতকরণের দায়ে আরিফ হোসেন (২২) নামে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতে সদর উপ‌জেলার ঝাউডাঙ্গা বিজিবি চেকপোস্ট এলাকায় ট্রাক থেকে এসব বাগদা চিংড়ি জব্দ করা হয়।   সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে খুলনা হয়ে সিলেটে নিয়ে যাবে, এমন গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মাসুদ রানা ও নায়েক সুবেদার মো. শামীম আলমের নেতৃত্বে বিজিবির একটি দল সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকায় অবস্থান নেয়। রাত ৯টার দিকে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তিন ট্রাক বাগদা চিংড়ি ও অন্যান্য মাছ জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ও বিজিবির সমন্বয়ে গঠিত পর্ষদ জব্দকৃত মাছ পরীক্ষা-নিরীক্ষা করে এক হাজার ১২২ কেজি বাগদা চিংড়ি অপদ্রব্য পুশকৃত বলে শনাক্ত করেন। অপদ্রব্য পুশকৃত মাছগুলো মানবদেহের জন্য ক্ষতিকর বিধায় টাস্কফোর্স কর্মকর্তাদের নির্দেশক্রমে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দকৃত মাছের সঙ্গে পুশ ব্যতীত ২৫০ কেজি বাগদা ও তিন হাজার ৭৬০ কেজি দেশীয় বিভিন্ন ধরনের মাছ বিশেষ টাস্কফোর্স পর্ষদ নিলামে দুই লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করে বলেও জানান তিনি। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস চিংড়িতে অপদ্রব্য পুশ ও বাজারজাতকরণের অভিযোগে সাতক্ষীরা সদর থানার থানাঘাটা গ্রামের মো. আরিফ হোসেনকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।  আরটিভি/এএএ  
ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে এলো আলু-পেঁয়াজ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু আমদানি স্বাভাবিক রয়েছে।  বুধবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ বন্দর দিয়ে ভারত থেকে সাত ট্রাক পেঁয়াজ ও ১৫ ট্রাক আলু প্রবেশ করছে। বন্দরের আলু ও পেঁয়াজ আমদানিককারক মো. মোহসিন বলেন, সকাল থেকে ভোমরা বন্দরে ২২ ট্রাকে আলু ও পেঁয়াজ আমদানি হয়েছে। এ ছাড়া ভারতীয় অংশে ঘোজাডাঙা বন্দরে এখনও ৩০ ট্রাক পণ্য বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সন্ধ্যার আগে এগুলো বাংলাদেশে আসতে পারে। তিনি বলেন, বর্তমানে শুধু আগে থেকে এলসি করা ও স্লট বুকিং করা পণ্য আমদানি হচ্ছে। চলতি সপ্তাহ থেকে নতুন কোনো স্লট বুকিং করা যাচ্ছে না। এ জন্য আগামী কয়েক দিন পর আমদানি বন্ধ হয়ে যেতে পারে। ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। এ ছাড়া এলসি খোলার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তবে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নতুন করে স্লট বুকিং বন্ধ রাখায় আমদানিতে প্রভাব পড়তে পারে। আরটিভি/এএএ/এস
মাহিন্দ্রা-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬
সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে লক্ষীকান্ত মণ্ডল (৫৭) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মাহিন্দ্রার আরও ৬ যাত্রী। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাঁদপুর মাদরাসা সংলগ্ন সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত মাছ ব্যবসায়ী লক্ষীকান্ত মণ্ডল সাতক্ষীরার সদর উপজেলা বৈচনা গ্রামের মৃত যতীন্দ্র নাথ মণ্ডলের ছেলে। এছাড়া আহতরা হলেন, একই এলাকার প্রেমকান্ত মন্ডল, সাধনা রানী, সরমা মন্ডল, কবিতা মন্ডল, মনীষা ও সীতা মন্ডল। নিহত লক্ষীকান্ত মণ্ডলের বড় ভাই দুলাল চন্দ্র মণ্ডল জানান, কালিগঞ্জ থেকে একটি অনুষ্ঠান শেষে তার ভাই লক্ষীকান্তসহ ৬ জন মাহিন্দ্রে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চাঁদপুর এলাকায় পৌঁছালে তাদের বহনকারী মাহিন্দ্রাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি উল্টে ৭জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লক্ষীকান্তের মৃত্যু হয়। দেবহাটা থানার উপপরিদর্শক সুজন তালুকদার সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসসহ চালক রুবেল হোসেনকে আটক করা হয়েছে। আরটিভি/এফআই/এআর
পিওনের চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, আটক ১
পিওন পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে ওয়ালিদ হোসেন বাপ্পী নামে এক ব্যক্তিকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। মঙ্গলবার রাতে ভোমরা বন্দর এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। বুধবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাজরিয়া হোসাইন। গ্রেপ্তার ওয়ালিদ হোসেন বাপ্পী গোপালগঞ্জ সদরের পূর্ব নিজরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ভুক্তভোগী ঢাকার মতিঝিল গোপীবাগ এলাকার বাসিন্দা মেহেদী হাসান বলেন, ৪ বছর আগে তমা গ্রুপে বাপ্পী ও আমি একসঙ্গে কাজ করতাম। পরে তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। সোমবার তিনি হঠাৎ আমাকে ফোন করে বলেন, স্যার ভোমরা কাস্টমসে পিয়ন পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। একটা ছেলে লাগবে। কাউকে কোনো ঘুষ দেওয়া লাগবে না। তবে মিষ্টি খাওয়াতে বিশ হাজার টাকা দিতে হবে।  মেহেদী হাসান আরও বলেন, তখন আমি আমার ছোট ভাইকে ওই পদে নেওয়ার কথা বললে তিনি আমার ভাইকে ভোমরায় যেতে বলেন। সে অনুযায়ী মঙ্গলবার সকালে আমি ও আমার ভাই জাহিদ হাসান জয় ভোমরায় এসে তার সঙ্গে দেখা করে প্রথমে ২০ হাজার টাকা ও পরে আরও এক হাজার টাকা দেই এবং তিনি সব কাগজপত্র নিয়ে চলে যান। এরপর তিনি তার ফোন বন্ধ করে দেন। আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। পরে ভোমরা এলাকায় তার ছবি দেখিয়ে স্থানীয়দের সহযোগিতায় আমরা বাপ্পীকে আটক করে পুলিশে খবর দেই। পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।  সাতক্ষীরা সদর থানার এসআই মাজরিয়া হোসাইন বলেন, স্থানীয়রা আটক করে ওয়ালিদ হোসেন বাপ্পীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন। তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এমকে-টি