• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
জনসভা মঞ্চে পলকের শ্যালিকা, বিএনপি নেতাকে শোকজ
বিএনপির জনসভা মঞ্চে পলকের শ্যালিকা, সমালোচনার ঝড়
নাটোরের সিংড়ায় বিএনপির জনসভা মঞ্চে পতিত সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ফারজানা রহমান দৃষ্টির উপস্থিতি নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে সিংড়া উপজেলায় কোর্ট মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।  জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক শেখ এমদাদুল হক আল মামুন সভামঞ্চে ছিলেন। রহিম নেওয়াজ ও শেখ এমদাদুল হক আল মামুনের ঠিক পেছনেই বসেন ফারজানা রহমান দৃষ্টি। সভা শেষে রাতে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের অনুসারীরা সভামঞ্চে বিএনপিকর্মীদের পাশে বসা ফারজানা রহমানের ছবি ফেসবুকে পোস্ট করে তাকে উপজেলা যুব মহিলা লীগের সহসভাপতি দাবি করেন। ফারজানার সঙ্গে তার ভগ্নিপতি জুনাইদ আহমেদ পলকের ছবি পোস্ট করে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় কারা ফারজানাকে সভায় ডেকেছেন তা খুঁজে বের করে সাংগঠনিক ব্যবস্থা নিতে আহ্বান জানান। সিংড়া পৌর বিএনপির সদস্যসচিব তায়েজুল ইসলাম বলেন, অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলাম। পিছনে তাকিয়ে ফারজানা রহমান দৃষ্টিকে দেখতে পাই। তাৎক্ষণিক মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যেত। এমন একজন নারীকে বিএনপির একটি জনসভা মঞ্চে বসতে দেওয়ার ঘটনা সত্যিই লজ্জাজনক। এ বিষয়ে ফারজানা রহমান গণমাধ্যমকে বলেন, তিনি পেশায় একজন চিকিৎসক। বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। এরই ধারাবাহিকতায় তিনি বিএনপির জনসভা মঞ্চে বসেছিলেন। এতে রাজনৈতিক কোনো অভিপ্রায় ছিল না।  বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত সংবাদমাধ্যমকে বলেন, ফারজানা রহমান যদি আওয়ামী লীগের কেউ হন, তাহলে তাকে মঞ্চে ডেকে আয়োজকেরা ঠিক করেননি। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে। দলের কাউকে জড়িত পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এএএ/এআর 
চলনবিলে নামলেন দেড় হাজার মানুষ, ধরলেন ৩টি বোয়াল
পা দিয়ে লিখে আলিম পাস করলেন রাসেল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন সেই দেলোয়ার
নানা বাড়িতে বেড়াতে এসে ২ বোনের মৃত্যু
নাটোরে অটোভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ৩
নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা ২ ভাইসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে বামিহাল-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিংড়া উপজেলার বনকুড়াইল এলাকার মো. ছাত্তার হোসেনের স্ত্রী হোসনে আরা (৪৫) ও আব্দুল মোমিনের দুই ছেলে ইমরান (২২) এবং রাব্বী (১৮)। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি মো. আবুল কালাম। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অটোভ্যানে তিন যাত্রী বামিহাল যাচ্ছিলেন। এ সময় দুর্গাপুর আঞ্চলিক সড়কে অটোভ্যানটি ওঠার সময় দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ ৩ জন নিহত হন। একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় স্থানীয়রা ট্রাকটি জব্দ করেন। পরে চালক এবং হেলপারকে ধরে পুলিশে সোপর্দ করে। সিংড়া থানার ওসি মো. আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে কাজ করা হচ্ছে।
বাবার সঙ্গে বেড়াতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
নাটোরের সিংড়ায় বাবার সঙ্গে মোটরসাইকেলে চড়ে বেড়াতে গিয়ে ট্রাকচাপায় তৃষা রাণী নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলচালক তৃষার বাবাও আহত হয়।  সোমবার (৪ মার্চ) নাটোর-বগুড়া মহাসড়কের নিংগুইন বালুভড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৃষা রাণী বাগাতিপাড়া উপজেলার জামনগর চাপাপুকুর এলাকার তাপস কুমারের মেয়ে এবং সে অষ্টম শ্রেণির ছাত্রী। তৃষা বাবার সঙ্গে মোটরসাইকেলে করে বেড়াতে যাচ্ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর-বগুড়া মহাসড়কে সম্প্রসারিত কাজ চলমান থাকার কারণে খানাখন্দের সৃষ্টি হয়েছে। তৃষা রাণী তার বাবার সঙ্গে সিংড়া থেকে বেড়ানো শেষে মোটারসাইকেলে বাগাতিপাড়ায় যাওয়ার পথে সিংড়া পৌরসভার নিংগুইন বালুভড়া এলাকায় ঝাঁকুনিতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যায়। এ সময় বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃষার।  এ সময় মোটরসাইকেলচালক বাবা তাপস আহত এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা আহত মোটরসাইকেলচালক তাপস কুমারকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, দুর্ঘটনায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চলনবিল থেকে দখলদার উচ্ছেদ করা হবে : পলক
চলনবিল থেকে দখলদার উচ্ছেদ করা হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।  শনিবার (২০ জানুয়ারি) বিকেলে সিংড়ায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। জুনাইদ আহমেদ পলক বলেন, সিংড়ার নদী-নালা, পুকুর, খাল-বিল কোনো অপশক্তি জবর দখল করে রাখতে পারবে না। খালে কোনো বাঁধ থাকবে না, নদীতে কোনো সুর্তি জাল থাকবে না। চলনবিলে আমরা ১৫০ কিলোমিটার খাল দখলমুক্ত করেছি। যদি এ খালে কেউ বাঁধা সৃষ্টি করে আমরা তাকে নির্মূল করবো। তিনি বলেন, চলনবিল থেকে দখলদার উচ্ছেদ করা হবে। কারো জমিতে কেউ অবৈধভাবে দখল করতে পারবে না। দলিল যার, জমি তার। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সিংড়া থেকে দখলদারদের উচ্ছেদ করা হবে। আমরা চলনবিল সিংড়ার শিক্ষিতদের মেধা ও যোগ্যতার মাপ কাঠিতে চাকরি নিশ্চিত করবো। আমার সিংড়ার অসহায় গরীব মানুষ যেন জমি বিক্রি করে, ধার করে টাকা দিয়ে ছেলের চাকরি নিতে কোনো পরিবারকে সর্বত্র হারাতে না হয় সেজন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তি বিভিন্ন দপ্তরে চাকরির ব্যবস্থা করবো। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্যে রাখেন- সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুল রহমান, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।