নাটোরের আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) রাতে শহরের কান্দি ভিটুয়া এলাকায় অভিযান চালিয়ে ডনকে গ্রেপ্তার করা হয়।
ডনকে শীর্ষ সন্ত্রাসী উল্লেখ করে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হোসাইন।
নজরুল ইসলাম ডন নাটোর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত অ্যাডভোকেট হানিফ আলী শেখের ছেলে।
পুলিশ সুপার বলেন, শহরের কান্দিভিটুয়া এলাকা থেকে নাটোর জেলার শীর্ষ সন্ত্রাসী এবং নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের একান্ত সহযোগী ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. নজরুল ইসলাম ডনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ডনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই গ্রেপ্তারের নিন্দা জানাই এবং অবিলম্বে তার মুক্তি দাবি করছি।
আরটিভি/এমকে