• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
নাটোরে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল যুবকের
নাটোরে আ.লীগ নেতা ডন গ্রেপ্তার 
নাটোরের আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) রাতে শহরের কান্দি ভিটুয়া এলাকায় অভিযান চালিয়ে ডনকে গ্রেপ্তার করা হয়।  ডনকে শীর্ষ সন্ত্রাসী উল্লেখ করে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হোসাইন। নজরুল ইসলাম ডন নাটোর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত অ্যাডভোকেট হানিফ আলী শেখের ছেলে।  পুলিশ সুপার বলেন, শহরের কান্দিভিটুয়া এলাকা থেকে নাটোর জেলার শীর্ষ সন্ত্রাসী এবং নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের একান্ত সহযোগী ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. নজরুল ইসলাম ডনকে গ্রেপ্তার করা হয়েছে। এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ডনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই গ্রেপ্তারের নিন্দা জানাই এবং অবিলম্বে তার মুক্তি দাবি করছি। আরটিভি/এমকে
বৈষম্যবিরোধী ছাত্রনেতার ‘হাত ভেঙে দিলেন’ যুবদল নেতা
নাটোরে আ.লীগের ৩৩ নেতাকর্মী গ্রেপ্তার
যৌতুকের অবশিষ্ট ৫ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
নাটোরে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু
নাটোরে স্কুলছাত্রী অপহরণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড
নাটোরে স্কুলছাত্রীকে অপহরণের দায়ে আরিফ নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও ওই যুবককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুল রহিম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান। তিনি বলেন, ২০১৬ সালের ২৪ মে সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে ভুক্তভোগী ১৪ বছরের পলি খাতুনকে অপহরণ করেন প্রতিবেশী আব্দুর রশীদের ছেলে আরিফসহ ২ থেকে ৩ জন। তারা পলিকে একটি সাদা মাইক্রোবাসে জোর করে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এ ব্যাপারে ভিকটিমের মা অরুনা বিবি বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয় অভিযুক্ত আরিফ তার বাবা আব্দুর রশীদের সহায়তা ও যোগসাজশে পলিকে অপহরণ করেছেন। তিনি আরও বলেন, মামলাটি তদন্ত শেষে বিচারের জন্য আদালতে পাঠানো হলে সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক এ রায় দেন।  সেই সঙ্গে জরিমানার ২০ হাজার টাকা ভিকটিম পাবে বলেও জানান এ আইনজীবী। আরটিভি/এমকে/এআর
কোটা সংস্কারে আন্দোলন : নাটোরে ৮ মামলায় গ্রেপ্তার ৭১
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগে নাটোরের বিভিন্ন থানায় ৮ মামলায় ৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম। তিনি বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় ৮ মামলায় এখন পর্যন্ত পুলিশ ৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাটোরের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী সার্বক্ষণিক মাঠে কাজ করছে।  স্থানীয় সূত্রে জানা যায়, কোটা আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা বিভিন্ন মামলায় গত ১৮ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত জেলার বিএনপি, জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর সাজেদুল ইসলাম, জেলা শ্রমিকদলের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, লালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাসান আলী, উপজেলার কদিমচিলান ইউনিয়ন জামায়াতের আমীর সাহাবুল ইসলাম রয়েছেন।  এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, ‘আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা, সেখানে ভিডিও ফুটেজ আছে। একটা বিএনপি নেতাকেও কেউ দেখাতে পারবে না। অথচ মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। আমার নামেও মামলা দেওয়া হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি করছি।’
প্রেমের টানে নাটোরে চীনা যুবক, মুসলিম হয়ে করলেন বিয়ে
প্রেমের টানে নাটোর সদর উপজেলায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করে ফাতেমা খাতুনকে বিয়ে করেছেন চীনা নাগরিক লি সি জাং। বৃহস্পতিবার (২০ জুন) সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে তাদের বিয়ে হয়।  জানা গেছে, গত ৬ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের আবু তাহেরের মেয়ে ফাতেমা খাতুনের সঙ্গে পরিচয় হয় চীনা নাগরিক লি সি জাংয়ের। পরিচয় থেকে প্রেমে রূপ নেয় সেই সম্পর্ক। এরপর বৃহস্পতিবার (২০ জুন) নাটোরে এসে বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করে মুসলিম রীতিতে বিয়ে করেন ওই যুবক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। চীনা যুবক লি সি জাংয়ের বর্তমান নাম আলী। লি সি জাং ওরফে আলী এবং ফাতেমার বিয়ের খবর ছড়িয়ে পড়লে তাদের দেখতে এলাকায় ভিড় করেন উৎসুক জনতা।    ফাতেমা খাতুন বলেন, ‌‘আমাকে ভালোবেসে লি সি জাং বাংলাদেশে এসেছে। সে আমার জন্য তার নিজের ধর্ম ত্যাগ করেছে। সুখ-দুঃখে আমরা একসঙ্গে থাকতে চাই। এ সময় ফাতেমা তার স্বামীর সঙ্গে চীনে চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন।’ লি সি জাং ওরফে আলী বলেন, ‘আমি পেশায় চিকিৎসক। আমি ফাতেমাকে বিয়ে করতে পেরে খুশি। আমি আমার ভালোবাসার মানুষের জন্য ধর্ম পরিবর্তন করেছি। আশা করি আমরা সারাজীবন একসঙ্গে থাকতে পারব।’  সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্কের পর তাদের বিয়ে হয়েছে জেনেছি। মেয়েটি শিক্ষিত, আগে থেকেই বিদেশি ভাষা শিখত। বিদেশ থেকে অনেকে এসে বাংলাদেশে বিয়ে করছে এ ঘটনা বিভিন্ন এলাকায় ঘটলেও আমাদের এলাকায় প্রথম। আমি দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখের হোক।’
নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় মো. সোহাগ রানা (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ রানা উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।   এ তথ্য নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলিমুল আল রাজী। তিনি বলেন, আজ রাত সাড়ে ৯টার দিকে সোহাগ মোটরসাইকেল নিয়ে তার শ্বশুরবাড়ি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।   তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।  এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
নাটোরে অবিশ্বাস্য দরে বিক্রি হচ্ছে সবজি
ঢাকার বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে জ্যামিতিক হারে। রমজান শুরুর আগেই ঢাকায় সবজির দাম বেড়েছে প্রায় ৮০ শতাংশ। রমজান শুরুর কয়েক দিনের মধ্যেই সবজিসহ নিত্যপণ্যের দাম বেড়েছে বহু গুণ। যেখানে ঢাকায় নিত্যপণ্য কিনতে দিশাহারা ক্রেতা-ভোক্তা। সেখানে অবিশ্বাস্য দরে সবজি বিক্রি হচ্ছে নাটোরে। কয়েক দিন আগেও নাটোরে সবজির বাজারে বেগুন বিক্রি হয়েছে প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা। এখন তা বিক্রি হচ্ছে ২ থেকে ৫ টাকা কেজি দরে, মুলা ২ থেকে ৫ টাকা, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৫ টাকা থেকে ৭ টাকা, শসা বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা কেজি, করলা বিক্রি হচ্ছে ২০ থেকে ৪০ টাকা কেজি, লালশাক এক টাকা আটি, ধনেপাতা ৫ থেকে ১০ টাকা কেজি, ১১০ থেকে ১২০ টাকা কেজি দরের পেঁয়াজ এক সপ্তাহের ব্যবধানে নেমে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। কাঁচা মরিচ গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকা এখন তা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। এ দিকে নাটোরে কম দামে সবজি কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা। কিন্তু সবজির বাজারে এমন ধস নামায় দিশেহারা কৃষক। মৌসুমের শুরুতে উৎপাদিত সবজির ভালো দাম পেয়েছিলেন কৃষকরা। আশা ছিল ভরা রমজানে আরও বেশি দামে বিক্রি করবেন। উল্টো রমজানের সপ্তাহ পার হওয়ার আগেই সবজির দাম তলানিতে গিয়ে ঠেকেছে। সবজি বিক্রি করে পরিবহন খরচই উঠছে না তাদের। সবজির দাম কমে যাওয়ায় নিজের সন্তুষ্টির কথা জানিয়ে নাটোরের স্থানীয় এক বাসিন্দা জানান, দামের কারণে আমরা তো সবজি খাওয়া প্রায় ভুলেই গিয়েছিলাম। এখন বাজারে যা দাম, এমনটা হলে আমাদের সবজির ঘাটতি পুষিয়ে নিতে পারব।  একজন রিকশাচালক খুশি হয়ে বলেন, সারা দিনে যা উপার্জন করি, তা চাল-ডাল কিনতেই শেষ হয়ে যায়। এমন অবস্থায় সবজির দাম কম হওয়ায় কিছুটা স্বস্তি বোধ করছি। এ বিষয়ে রাজশাহীর বাগমারা থেকে নাটোর স্টেশন বাজারে আসা এক কৃষক হতাশা ব্যক্ত করে বলেন, আমাদের উৎপাদিত শাকসবজি আমরা নাটোর স্টেশন বাজারে বিক্রি করি। কিন্তু বর্তমানে যেভাবে সবজির দাম কমে গেছে তাতে আমাদের পরিবহন খরচ নিজের পকেট থেকেই দিতে হবে। সরকার একটা ব্যবস্থা না নিলে আমরা নিঃস্ব হয়ে যাব। সবজির দাম নিয়ে বাগমারা থেকে আসা অপর এক সবজি ব্যবসায়ী বলেন, তেল সার কীটনাশক বীজের আকাশ ছোয়া দামের কারণে সবজি উৎপাদনে খরচ অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি হয়েছে। এমতাবস্থায় বাজার পরিস্থিতি এমন থাকলে পথে বসতে হবে কৃষকদের। শুধু কৃষকরাই ধাক্কা খায়নি। সেই সঙ্গে খুচরা বিক্রেতারাও ধাক্কা খেয়েছে অনেক বড়। এ প্রসঙ্গে নাটোর স্টেশন বাজারের একজন খুচরা বিক্রেতা জানান, আগে এক কেজি পণ্য বিক্রি করলে ১০ থেকে ১৫ টাকা লাভ হতো। সেখানে সবজির প্রতি কেজি যদি দুই থেকে পাঁচ টাকা হয় তাহলে লাভ কীভাবে হবে। এমন অবস্থায় ক্রেতারাও যাতে সহনীয় দামে পণ্য কিনতে পারেন এবং কৃষক ও খুচরা বিক্রেতারাও স্বাভাবিক দাম রেখে তাদের পণ্য কেনাবেচা করতে পারেন এমনটাই প্রত্যাশা নাটোরবাসীর। জানতে চাইলে নাটোরের ভারপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা জুয়েল সরকার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কৃষকদের সঙ্গে কথা বলে জানতে পারব হঠাৎ কেন বাজারের এই অবস্থা হলো।’