ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে জাবিতে বিক্ষোভ 

জাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৪ জানুয়ারি ২০২৪ , ০৯:৫১ পিএম


loading/img
ছবি : আরটিভি

দ্রুততম সময়ে সবগুলো নতুন আবাসিক হল খুলে দেওয়া এবং অবিলম্বে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের (৫২ ব্যাচ) সশরীরে ক্লাস শুরু করে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশফার রহমান নবীনের সঞ্চালনায় দর্শন বিভাগের শিক্ষার্থী সজিব আহাম্মেদ বলেন, ৫২ ব্যাচের শিক্ষার্থীরা অত্যন্ত বিরক্ত অনলাইনে ক্লাস করে। তারা অনলাইন ক্লাস বর্জন করেছে। আমরা অফলাইনে ক্লাস নেওয়ার দাবিতে আজকে একত্রিত হয়েছি। নতুন ব্যাচের ভর্তি পরীক্ষার আগেই তাদেরকে হলে এলটমেন্টসহ অফলাইনে ক্লাস শুরু করতে হবে।

বিজ্ঞাপন

মানববন্ধনে সোমা ডুমুরি বলেন, ৫০, ৫১ ও ৫২ ব্যাচের সিট প্রশাসন এখনো নিশ্চিত করতে পারে নাই। আবার ৫৩ ব্যাচের ভর্তি পরীক্ষা দেওয়া বিলাসিতা। ৫২ ব্যাচকে যেমন অনিশ্চয়তার দিকে নিয়ে গেছে তেমনি ভর্তি পরীক্ষার পরে ৫৩ ব্যাচকেও অনিশ্চয়তার দিকে ঠেলে দিবে এই প্রশাসন। প্রশাসনের এই তালবাহানা বন্ধ করে দ্রুত হলগুলো চালুর দাবি জানাচ্ছি।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান হাসান শুভ বলেন, কোনো বিশ্ববিদ্যালয়ের হলের কর্মচারী নিয়োগ দেওয়ার জন্য ইউজিসির ঠিক কতদিন সময় লাগে আমরা জানতে চাই। আমরা একটা তারিখ চাই কবে হল খুলে দেওয়া হবে। দুই বছর যাবৎ হল খুলে দেওয়ার আশ্বাস দিচ্ছে। তারা একটা ব্যাচকে অনলাইনে রেখে নতুন ব্যাচের ভর্তি পরীক্ষার তারিখ দিচ্ছে। পরবর্তী ব্যাচকে যে অনলাইনে ক্লাস নিতে হবে না তার গ্যারান্টি কি?

পরে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বটতলা প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন প্লেকার্ড হাতে শিক্ষার্থীদের ‘শিক্ষা-দখলদারিত্ব, একসাথে চলে না’, ‘শিক্ষা-গণরুম একসাথে চলে না’- স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৫২ ব্যাচের অনলাইনে ক্লাস চলাকালীন সময়েই ৫৩ ব্যাচের ভর্তি পরীক্ষার বিজ্ঞাপন দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করা হয়।


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |