ঢাকাবৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

গণ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল

গবি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ১১:৪০ পিএম


loading/img
ছবি: আরটিভি

গণ বিশ্ববিদ্যালয় (গবি) আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

গবি আইনজীবী সমিতির সভাপতি শাহিদ আকরাম দিশানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে নারী অধিকার কর্মী, গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য শিরিন হক বলেন, আমি আইনের লোক না, আইন সম্পর্কে খুব বেশি ধারণাও নেই। ২০১৩ সালে জাফরুল্লাহ সহ ৪৯জনের নামে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। ক্ষমা প্রার্থনা এবং বিশেষ বিবেচনায় অধিকাংশ অভিযুক্তকেই মুক্তি দেওয়া হয় কিন্তু জাফরুল্লাহ চৌধুরী ক্ষমা না চেয়ে অভিযোগ অস্বীকার করে। উক্ত মামলায় তাকে কোর্টে একঘণ্টা দাড়িয়ে থাকা এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত। পরবর্তীতে কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকরা তাকে ঘটনা জিজ্ঞাসা করলে তিনি (জাফরুল্লাহ চৌধুরী) বলেন এই রায়ের মাধ্যমে আদালত বিকৃতমস্তিষ্কের প্রমাণ দিলো।

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী এই সমাজকে পরিবর্তন করতে চেয়েছিলেন কিন্তু সমাজের পরিবর্তন তিনি দেখে যেতে পারেননি। মেডিকেলসহ সব অনুষদ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা একমাত্র তার পক্ষেই সম্ভব ছিলো। অনুষ্ঠানে তার সহধর্মিণী উপস্থিত হয়ে আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছে। এই পবিত্র মাসে আমরা তার জন্য দোয়া করবো এবং তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো।

তিনি আরও বলেন, আগে বিচার ব্যবস্থার অত্যন্ত বাজে অবস্থা ছিলো। তৎকালীন বিচারপতিরা  ভাবতেন তারাই সকল ক্ষমতার মালিক দেশের মানুষ কিছুই না। সম্মানিত ব্যক্তিদের পর্যন্ত আদালতে দাড় করিয়ে রাখতেন। ডা. জাফরুল্লাহ এসবের বিরুদ্ধে সব সময় আন্দোলন করতেন। ইফতারের আগ মুহূর্তে আমি আমার ভাই জাফরুল্লাহ চৌধুরীর জন্য দোয়া চাই।

বিজ্ঞাপন

সমাপনী বক্তব্যে গণ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির সভাপতি শাহিদ আকরাম দিসান আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, সময়ের পরিক্রমায় গবির আইন বিভাগ এখন স্বনামধন্য একটি বিভাগ। আমরা প্রতিষ্ঠালগ্নের শিক্ষার্থী ছিলাম, তখন বিভাগের অনুমোদন ছিলোনা এমনকি প্রয়োজনীয় আসবাবপত্র পর্যন্ত ছিলোনা। আইন বিভাগের সকল অনুজদের জন্য শুভকামনা থাকবে। তোমরা তোমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন, গবি আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আলম, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |