• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

বাহুবলী’র ভিলেন রানা দাগ্গুবতির বিয়ে

বিনোদন ডেস্ক

  ০৮ আগস্ট ২০২০, ১৮:৩২
Rana Daggubati,
ছবি সংগৃহীত

রানা দাগ্গুবতি বাহুবলী’ সিনেমার ভিলেন হিসেবে পরিচিত। দক্ষিণী সিনেমার এই নামী অভিনেতা আজ শনিবার (৮ আগস্ট) দীর্ঘদিনের প্রেমিকা মিহীকা বাজাজকে বিয়ের করছেন। সন্ধ্যাতেই বিয়ের আসর। করোনাকালে বিয়ের আয়োজন করে চারদিকে হৈচৈ ফেলে দিয়েছেন রানা দাগ্গুবতি।

ভারতীয় গণমাধ্যমের খবর, হায়দরাবাদের রামানাইড়ু স্টুডিওতে এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তেলেগু ও মারওয়ারি প্রথায় হবে সকল অনুষ্ঠান। ইতোমধ্যে বিয়ের অন্য আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার মিহীকার জুবিলি হিলসের বাড়িতে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সেখানে অন্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। এরপর মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গেল ১২ মে প্রথম মিহীকার সম্পর্কের কথা প্রকাশ করেন রানা দাগ্গুবতি। এর কয়েকদিন পর তাদের রোকা অনুষ্ঠান হয় ও বাগদান সারেন তারা।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপূর্বকে নিয়ে ভারতের মিথ্যাচার, মুখ মুখলেন অভিনেতা
দুর্ঘটনায় আহত অভিনেতা পাভেল, চাইলেন দোয়া
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে যা বললেন অভিনেতা অনির্বাণ
চঞ্চলকে ‘গৃহবন্দি’ করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা