ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

যে কারণে অভিনেতার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আরটিভি নিউজ

শনিবার, ০৩ জুলাই ২০২১ , ০২:৫৩ পিএম


loading/img
ডিনো মোরিয়া

প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ পটেলের জামাই অভিনেতা ডিনো মোরিয়া এবং ডিস্ক জকি আকিল আব্দুল খালিক বাচ্চু আলির কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

বিজ্ঞাপন

জানা যায়, ২০১৭ সালে গুজরাতের সন্দেসরা ভাতৃদ্বয় ব্যাঙ্ক লোনের মাধ্যমে ১৪ হাজার ৫০০ কোটি টাকার যে আর্থিক তছরুপ করেছিল, ডিনোদের বাজেয়াপ্ত সম্পত্তির সঙ্গে তার যোগ রয়েছে। সন্দেসরা ভাতৃদ্বয়, ডিনো, ইরফান সিদ্দিকি এবং ডিজে আকিলের মধ্যে আর্থিক লেনদেনের হদিস পায় ইডি।

তদন্তে নেমে জানা গেছে, ডিনো, ইরফান এবং আকিল যথাক্রমে ১.৪ কোটি, ৩.৫১ কোটি এবং ১২.৫৪ কোটি টাকা পেয়েছেন। তাদের এই লেনদেন অপরাধমূলক। ডিনোর থেকে ১.৪ কোটি, আকিলের থেকে ১.৯৮ কোটি এবং ইরফান সিদ্দিকির থেকে ২.৪১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তদন্তকারী এই সংস্থা।

বিজ্ঞাপন

এদিকে ২০১৭ সালে সেই ব্যাঙ্ক জালিয়াতির পরেই দেশে ছেড়েছিলেন স্টারলিং বায়োটেক গ্রুপের নীতিন সন্দেসরা এবং চেতন সন্দেসরা। কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন নীতিনের স্ত্রী দীপ্তি সন্দেসরাও। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং ইডি তদন্ত চালিয়েও খোঁজ পায়নি তাদের। তবে শেষ বার শোনা গিয়েছিল, নাইজিরিয়াতে গা ঢাকা দিয়েছেন তিন অভিযুক্ত। সূত্র: আনন্দবাজার

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |