ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

শুরু হচ্ছে আমাদের হেক্সা মিশন : আসিফ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ , ১০:১২ পিএম


loading/img

জমে উঠেছে কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রিয় দলের বিশ্বকাপ মিশন শুরু হতে যাওয়ায় বেশ উচ্ছ্বসিত ব্রাজিল সমর্থকরা।
 
বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের প্রিয় দল ব্রাজিল। বিশ্বকাপের আমেজ শুরুর দিক থেকেই প্রিয় দলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করেছেন তিনি। ব্রাজিল মাঠে নামার আগে আরও একবার উচ্ছ্বাস প্রকাশ করলেন এ গায়ক। সঙ্গে যুক্ত করলেন একমাত্র মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গনকে।

বিজ্ঞাপন

ব্রাজিলের জার্সি পরে ফুটবল হাতে মেয়ের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে আসিফ লিখেছেন, ‘খেলা হবে মাঠে, জয়-পরাজয়ও নির্ধারিত হবে মাঠেই। ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের হেক্সা মিশন সফল করতে মাঠে নামবে সেলেসাওয়ারা।’

 প্রিয় দলের প্রতি শুভকামনা জানিয়ে তিনি লেখেন, ‘শুভকামনা ব্রাজিল, শুরু হতে যাচ্ছে আমাদেরও হেক্সা মিশন। ফেসবুককেন্দ্রিক কোন বিতর্ক নয়, জয় হোক বিশ্বভ্রাতৃত্বের। সফল হোক কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২। ভালোবাসা অবিরাম।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |