ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বিচ্ছেদ ভুলতে হাওয়াই দ্বীপে যা করছেন অলিভিয়া

মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ , ০৬:৩০ এএম


loading/img

বলা হয়ে থাকে শোবিজের মানুষ স্পর্শকাতর হয়ে থাকেন। তারা বিচ্ছেদে আরও বেশি ভেঙে পড়েন। কিন্তু সঙ্গীতশিল্পী হ্যারি স্টাইলসের সঙ্গে গভীর প্রেম থাকা সত্ত্বেও সে প্রেম স্থায়ী হয়নি। তবে ভালবাসার মানুষটিকে হারিয়েও ভেঙে পড়েননি হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অলিভার ওয়াইল্ড।

বিজ্ঞাপন

তবে কি তার কোনো অনুভূতি নেই? বিষয়টা তেমন নয়।  প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের দুঃখ ভুলতে এই আমেরিকান সুন্দরী হাওয়াই দ্বীপে কিছুদিনের জন্য ছুটি কাটাতে চলে গিয়েছেন।  তার সে ছুটি যে রীতিমত মধুর হয়ে উঠেছে তা ইন্সটাগ্রামে একের পর এক ছবি পোস্ট করা দেখলেই বোঝা যায়। নিত্য নতুন ছবি পোস্ট আর ভক্তদের কমেন্টের জবাব দিয়ে ভালই কেটে যাচ্ছে তার। সম্প্রতি ইন্সটাগ্রামে বেশ আকর্ষণীয় একটি বিকিনি পরা ছবি পোস্ট করেছেন অলিভিয়া।  ছবির ক্যাপশনে দিয়েছেন মাত্র একটি শব্দ ‘সেরা’। 

বিজ্ঞাপন

‘দ্য ট্রন: লিগ্যাসি’ তারকা অলিভিয়ার দেওয়া এই পোস্টে দেখা যাচ্ছে, সমুদ্রে পা ডুবিয়ে বিকিনি পরা অবস্থায় সূর্যের মুখোমুখি দাঁড়িয়ে আছেন তিনি। স্থিরচিত্রের পাশাপাশি অলিভিয়া ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। আর এই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘মাহালো’, হাওয়া দ্বীপে এই শব্দ কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যবহার করা হয়। 

অলিভিয়া ‘দ্য গার্ল নেক্সট ডোর’ সিনেমার মধ্য দিয়ে ২০০৪ সালে অভিনেত্রী হিসেবে হলিউডে পদার্পন করেন।  চলতি বছর এখন পর্যন্ত ২টি ছবি মুক্তি পেয়েছে তার। এর মধ্যে রয়েছে ‘ডিসি লীগ অব সুপার-পেটস’ ও ‘ডোন্ট ওরি ডার্লিং’। মুক্তির অপেক্ষায় আছে ‘ব্যবিলন’ সিনেমাটি।

বিজ্ঞাপন

তিনি অভিনয়ের পাশাপাশি সিনেমা পরিচালনা করে ইতোমধ্যে সুখ্যাতি অর্জন করেছেন।  তার পরিচালিত একটি ছবি যেখানে তিনি অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন।  ছবির নাম ‘ডোন্ট ওরি ডার্লিং’। 

তার প্রযোজিত এখন পর্যন্ত ছবি মুক্তি পেয়েছে ৩টি।  ছবিগুলো হলো, ‘বুকস্মার্ট’, ‘ফ্রি হাগস’ ও ওয়েক আপ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |