ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

বরফে উষ্ণতা ছড়াচ্ছেন নিক-প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ , ০১:৪২ পিএম


loading/img

বর্তমানে কলোরাডোর অ্যাস্পেনে স্বামী নিক জোনাসের সঙ্গে বরফে উষ্ণতা ছড়াচ্ছেন প্রিয়াঙ্কা। সঙ্গে রয়েছেন তাদের একমাত্র মেয়ে মালতীও। পরিবারের সঙ্গে বেশ ভালোই সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। 

বিজ্ঞাপন

সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে পরিবাররে সঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি পোস্ট করেছেন নিক। ক্যাপশনে লিখেছেন, অ্যাস্পেন ফটো ডাম্প।   

বিজ্ঞাপন

ওই ছবিগুলোতে দেখা যায়,  নিকের পরনে রয়েছে সাদা-কালো রঙের শীতের পোশাক। আর প্রিয়াঙ্কা পরেছেন লাল, নীল ও সাদা চেকের একটি জাম্প স্যুট এবং মালতীর পরনে রয়েছে সাদা শীতের পোশাক।    

নিক এবং মেয়েকে জড়িয়ে ধরে বরফের দেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন প্রিয়াঙ্কা। আবার অন্য আরেকটি ছবিতে, তুষার নিয়ে খেলার সময় প্রাণ খুলে হাসতেও দেখা গেছে এই তারকা দম্পতিকে। 

বিজ্ঞাপন

ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই নেটিজেনদের মন্তব্যের ঝড় ওঠেছে জনপ্রিয় এই গায়কের কমেন্টবক্সে। এক ভক্ত লিখেছেন, তোমদেরকে এক সঙ্গে দেখতে ভালো লাগে। সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুক। নিজেকে উপভোগ করুন এবং নিরাপদ থাকুন।  আরেকজন লিখেছেন, এই ছবিগুলো তোমাদের জীবনের খুব সুন্দর মুহূর্ত। নিকের আরেক ভক্ত মন্তব্য করেছেন, ওমজি তোমরা এখনও হানিমুনে আছো। তোমরা খুব আদুরে কাপল।   

২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নিক-প্রিয়াঙ্কা। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে প্রথম কন্যাসন্তানের বাবা-মা হন এই তারকা দম্পতি। মেয়ের নাম রেখেছেন তাদের মালতী মেরি চোপড়া জোনাস।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |