ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

এবার নতুন ব্যবসায় নামছেন সালমান খান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২১ মে ২০২৩ , ০৮:৩৭ এএম


loading/img
ফাইল ফটো

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। গেলো তিন দশক ধরে দাপুটের সঙ্গে কাজ করছেন হিন্দি সিনেমায়। অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছেন তিনি। এবার নতুন ব্যবসায় বিনিয়োগ করছেন ভাইজান।

বিজ্ঞাপন

শোনা যাচ্ছে, হোটেল ব্যবসায় নামছেন সালমান। মুম্বাইয়ের বান্দ্রার কার্টার রোডের অভিজাত লোকেশনে ১৯তলার একটি বিলাসবহুল হোটেল বানাচ্ছেন ‘কিসি কা ভাই কিসি কি জান’ খ্যাত এই অভিনেতা। ইতোমধ্যে হোটেলের ব্লু-প্রিন্ট অনুমোদনও পেয়েছেন তিনি। যেখানে গড়ে উঠবে অভিনেতার স্বপ্নের হোটেল। এটি পূর্বে স্টারলেট কো-অপারেটিভ হাউসিং সোসাইটি ছিল।

অনেক বছর আগেই অভিনেতা তার মা সালমা খানের নামে এই প্রপার্টি কিনেছেন। শুরুতে সেখানে একটি আবাসন গড়ার পরিকল্পনা থাকলেও, কিন্তু এখন সেই প্ল্যান বদলে ফেলেছেন সালমান।

বিজ্ঞাপন

জানা গেছে, এই সেন্ট্রাল এয়ার কন্ডিশনড হোটেলের উচ্চতা হবে ৬৯.৯ মিটার। অত্যাধুনিক এই হোটেলে থাকবে বিলাসবহুল জীবনের সমস্ত সুবিধা। প্রথম ও দ্বিতীয় তলে থাকবে ক্যাফে ও রেস্তোরাঁ, তৃতীয় তলায় থাকবে জিম ও সুইমিং পুল। চতুর্থ তলা ব্যবহৃত হবে সার্ভিস ফ্লোর হিসাবে। পঞ্চম ও ষষ্ঠ ফ্লোরে থাকবে ব্যাঙ্কোয়েট হল, কনভেনশন সেন্টার। সপ্তম থেকে ১৯তলা পর্যন্ত থাকবে হোটেল রুম। 

 

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |