শাসন না করলেও বাবাকে ভয় পেতাম : ফাহমিদা নবী
পৃথিবীতে বাবারা যেন সন্তানের জন্য বটবৃক্ষের ছায়ার মতো। তারা কখনও ক্লান্ত হয় না। সব পরিস্থিতিতেই সন্তানের বিপদে-আপদে প্রস্তুত থাকে মোকাবিলা করার জন্য। বাবা মানেই সন্তানের জন্য আদর্শ।
রোববার (১৮ জুন) ‘বিশ্ব বাবা দিবস’। আর এই উপলক্ষে বাবাকে শ্রদ্ধা জানিয়ে গভীর ভালোবাসায় স্মরণ করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী।
বাবাকে স্মরণ করে কণ্ঠশিল্পী বলেন, বাবা আমাদের শৈশব-কৈশোরে কখনই শাসন করেননি। তারপরেও বাবাকে আমরা ভীষণ ভয় পেতাম। কারণ বাবাকে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি তিনি দেশের খ্যাতিমান শিল্পী। সবাই তাকে এত ভালোবাসতেন তা দেখে মনে হতো বাবা তো অনেক বড় মানুষ। তাছাড়া বাবা প্রগাঢ় ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন।
বলা চলে, বাবা অনেক ইন্ট্রোভার্ট বা অন্তরমুখী মানুষ ছিলেন। মূলত সে কারণেই তাকে ভয় পেতাম। তবে বাবা আমাদের এতটা ভালোবাসতেন তা ভাষায় প্রকাশ করতে পারব না।
ফাহমিদা নবী আরও বলেন, আমার বাবা একজন কিংবদন্তি মানুষ ছিলেন। বাবা পৃথিবীতে না থাকলেও আমাদের অন্তরজুড়ে তিনি সবসময় আছেন। আসলে সন্তানের কাছে বাবা-মায়ের কখনও মৃত্যু হয় না।
কণ্ঠশিল্পী বলেন, একজন কিংবদন্তি শিল্পী কোটি মানুষের অন্তরের ভালোবাসায় যার অবস্হান, সেই প্রিয় শিল্পী একদিনে শ্রোতার হৃদয়ে জায়গা করে নেননি। আর তাই তো তিনি আজও বেঁচে আছেন মানুষের হৃদয়ে। আর আমার তো বাবা! বাবার মৃত্যু নেই। তিনি সন্তানের মনে সব সময় আয়নার মতো ঝকঝকে আলোর মতো প্রতিবিম্বতায় জোনাকির আলো জ্বেলে রেখেছেন। বাবার সন্তান হিসেবে অনেক দায়িত্ব কাঁধে।
সবশেষে তিনি বলেন, আরও বিনয়ী হতে হবে বাবার মতো সেটা বুঝতে পারি। শিল্পীর মর্যাদা সেখানেই প্রজ্বালিত। বাবার আত্মার জন্য সবাই দোয়া করবেন। বেশি বেশি করে গান শুনবেন।
মন্তব্য করুন