• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

‘মৌখিকভাবে আমাকে ধর্ষণ করা হয়েছে’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ আগস্ট ২০২৩, ১২:৩৬
স্বস্তিকা মুখার্জি
স্বস্তিকা মুখার্জি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখার মতোই ঠোঁটকাটা স্বভাবের স্বস্তিকা মুখার্জি। পর্দায় সাহসী রূপে হাজির হয়ে বারবার আলোচনায় এসেছেন তিনি। এখন অভিনয়ে খুব একটা নিয়মিত না হলেও আলোচনায় থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি শরীরে তোয়ালে জড়িয়ে সামাজিকমাধ্যমে ছবি পোস্ট করে হয়েছেন কটাক্ষের শিকার। কটু কথার সঙ্গে বেশ অশ্লীল বাক্যও ব্যবহার করেছেন মন্তব্যকারীরা। তবে বরাবরের মতো এবারও কটাক্ষ নিয়ে মুখ খুলেছেন স্বস্তিকা। তিনি বলেন, আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে। ইনস্টাগ্রামে শরীরে তোয়ালে দিয়ে চারটি ছবি পোস্ট করেছিলাম।

তিনি আরও বলেন, আমার পরিচিতদের কথা তো পাত্তাই দিই না। তবে ৯০ শতাংশ কমেন্টে আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে। যতটা খারাপ ভাষায় প্রয়োগ করা যায়, ততটাই করেছে। এখন কি এক সমাজে বসবাস করছি, আরও যে কি দেখার বাকি আছে তার অপেক্ষায় রইলাম।

প্রসঙ্গত, টালিউডের অন্যতম সফল অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নিজের মনের কথা অকপটে বলে ফেলেন তিনি। এমনকি সোশ্যাল মিডিয়ায় কেউ নেতিবাচক মন্তব্য করলে ছেড়ে কথা বলেন না স্বস্তিকা। আর এ কারণে বছরজুড়ে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে আলোচনায় থাকেন তিনি। হয়ে যান খবরের শিরোনাম।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর ক্ষেত্রে শরীরের বিনিময়: স্বস্তিকা
কেক খেয়ে বাচ্চাদের প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার দাবি, যা জানা গেল
প্রেমের টানে পাকিস্তানে গিয়ে ভারতীয় যুবক আটক
নেচে মঞ্চ মাতিয়ে কটাক্ষের শিকার, মুখ খুললেন জেফার