ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

‘মৌখিকভাবে আমাকে ধর্ষণ করা হয়েছে’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৩ আগস্ট ২০২৩ , ১২:৩৬ পিএম


loading/img
স্বস্তিকা মুখার্জি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখার মতোই ঠোঁটকাটা স্বভাবের স্বস্তিকা মুখার্জি। পর্দায় সাহসী রূপে হাজির হয়ে বারবার আলোচনায় এসেছেন তিনি। এখন অভিনয়ে খুব একটা নিয়মিত না হলেও আলোচনায় থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিজ্ঞাপন

সম্প্রতি শরীরে তোয়ালে জড়িয়ে সামাজিকমাধ্যমে ছবি পোস্ট করে হয়েছেন কটাক্ষের শিকার। কটু কথার সঙ্গে বেশ অশ্লীল বাক্যও ব্যবহার করেছেন মন্তব্যকারীরা। তবে বরাবরের মতো এবারও কটাক্ষ নিয়ে মুখ খুলেছেন স্বস্তিকা। তিনি বলেন, আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে। ইনস্টাগ্রামে শরীরে তোয়ালে দিয়ে চারটি ছবি পোস্ট করেছিলাম।

তিনি আরও বলেন, আমার পরিচিতদের কথা তো পাত্তাই দিই না। তবে ৯০ শতাংশ কমেন্টে আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে। যতটা খারাপ ভাষায় প্রয়োগ করা যায়, ততটাই করেছে। এখন কি এক সমাজে বসবাস করছি, আরও যে কি দেখার বাকি আছে তার অপেক্ষায় রইলাম।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, টালিউডের অন্যতম সফল অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নিজের মনের কথা অকপটে বলে ফেলেন তিনি। এমনকি সোশ্যাল মিডিয়ায় কেউ নেতিবাচক মন্তব্য করলে ছেড়ে কথা বলেন না স্বস্তিকা। আর এ কারণে বছরজুড়ে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে আলোচনায় থাকেন তিনি। হয়ে যান খবরের শিরোনাম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |