ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

নতুন আবহে সোলসের ‘সাগরের প্রান্তরে’ (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩ , ১০:২৩ এএম


loading/img

পুরোনো একটি গানকে ৩০ বছর পর নতুন আবহে প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’। মূলত ব্যান্ডটির ৫০ বছর পূর্তি উপলক্ষেই গানটি প্রকাশ করেন তারা। নেটমাধ্যমে প্রকাশ করা মাত্রই ব্যাপক সাড়া ফেলেছে গানটি।    

বিজ্ঞাপন

বুধবার (৩০ আগস্ট) রাতে দলটির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘সাগরের প্রান্তরে’ নামের সেই গানটি। ১৯৯৩ সালে সোলসর সুপারহিট ‘এ এমন পরিচয়’ অ্যালবামে প্রথম প্রকাশ হয়েছিল গানটি। তখনও গেয়েছিলেন নাসিম আলী খান। এখনও তার কণ্ঠেই প্রকাশিত হলো নতুন গানটি।  

জানা গেছে, ১৯৫৫ সালে প্রকাশিত ইংরেজি ভাষার ‘জ্যামাইকা ফেয়ারওয়েল’ গান থেকে এটিকে বাংলায় রূপান্তর করেছে সোলস। এই গানটির কথা, সুর ও কণ্ঠ আমেরিকান শিল্পী হ্যারি বেলাফন্টের। যিনি চলতি বছরের ২৫ এপ্রিলে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। গানটি সোলসের নিজস্ব না হলেও, এটি প্রকাশের পর দারুণ জনপ্রিয়তা পেয়েছিল সে সময়।      

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে ব্যান্ডটির দলনেতা পার্থ বড়ুয়া বলেন, ‘সাগরের প্রান্তরে’ গানটি সবারই পরিচিত। পুরোনো কালজয়ী এই গানটি নতুন করে সংগীতায়োজন করেছি। গানের সঙ্গে মিল রেখে সমুদ্র সৈকতে ভিডিও ধারণ করা হয়েছে। আশা করি শ্রোতারা নতুন করে পুরোনো দিনে ফিরে যাবেন। সোলসের ৫০ বছর পূর্তিতে এটি আমাদের চতুর্থ উপহার।

তবে সোলসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘সাগরের প্রান্তরে’ গানটির গীতিকার-সুরকার-শিল্পীর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।  

প্রসঙ্গত, বর্তমানে সোলস সদস্যরা অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সেখানে ছয়টি কনসার্টে অংশ নিচ্ছে দলটি। সেই ধারাবাহিকতায় আগামী ২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনি শহরের মঞ্চ মাতাবেন তারা।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |