ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

পূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে না অরুণার ‘অসম্ভব’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ , ০৭:১২ পিএম


loading/img
অরুণা বিশ্বাস

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস। বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত নন। নাম লিখিয়েছেন পরিচালকের খাতায়। সরকারি অনুদানে তিনি নির্মাণ করেছেন ‘অসম্ভব’ নামে সিনেমা। ২০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও সেইদিন মুক্তি পাচ্ছে না ‘অসম্ভব’ সিনেমাটি।

বিজ্ঞাপন

আরটিভি নিউজকে শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে অরুণা বিশ্বাস বলেন, আসলে ইতোমধ্যে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এখন এটা আমাদের সবার দায়িত্বের মধ্যে পরে যে এই সিনেমাটির প্রচার-প্রচারণা করা। এ ছাড়া ‘অসম্ভব’ সিনেমাটি দেশের সবাইকে দেখানোর জন্য নির্মাণ করছি। তাই বেশি হলে মুক্তি দিতে চাই। সবকিছু মিলিয়ে মুক্তির সিদ্ধান্ত পিছিয়েছি। শিগগির নতুন তারিখ আপনাদের জানানো হবে।

সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাস, আবুল হায়াত, সোহানা সাবা, গাজী আবদুন নূর, স্বাগতা, শাহেদ ও শতাব্দী ওয়াদুদসহ অনেকে।

বিজ্ঞাপন

সিনেমাটির গান লিখেছেন প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। অতুল প্রসাদের লেখা ‘মোদের গরব মোদের আশা আমারি বাংলা ভাষা’ গানটিও এ সিনেমায় ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |