ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সিডনিতে ‘ত্রিনয়ণীর’ দুর্গাপূজা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ , ০৬:৫৮ পিএম


loading/img

অস্ট্রেলিয়ার সিডনিতে ‘ত্রিনয়ণীর’ আয়োজনে প্রতিবছরের মতো এবারও দুইদিনের সার্বজনীন দুর্গাপুজার আয়োজন করা হয়।
 
সিডনির ডানডাস কমিউনিটি হলে গত শনিবার (১২ অক্টোবর) সকাল থেকে শুরু হয়ে পরদিন রবিবার রাত পর্যন্ত অনুষ্ঠিত এ উৎসবে বিপুল সংখ্যাক প্রবাসী অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

সার্বজনীন দুর্গাপুজার দুইদিন সকালে পুজা-অর্চ্চনা পরবর্তী প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাক-ঢোলের সাথে আরতি আর নাচে-গানে প্রবাসীরা দেশের উৎসবের অনুভূতি ফিরে পান।

সিডনির জনপ্রিয় জনপ্রিয় ব্যান্ড জলফড়িং এর শিল্পী নাসিম কামাল শিপলু, সাঈদ পারভেজ, অনিন্দিতা ঐশী, শিল্পী সৌমেন্দ্র লাহিড়ীসহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করেন। অনুস্ঠানে নৃত্য পরিবেশন করেন টুকংকেল জেনা, ড. তনিমা ব্যানার্জি। এছাড়া ত্রিনয়ণী পরিবারের সদস্য ও শিশুশিল্পীদের পরিবেশনা আয়োজনটিকে ঊৎসবের রুপ দেন। 

বিজ্ঞাপন

এ আয়োজনের মূল আকর্ষণ ছিলো সবধর্মের প্রবাসীদের উপস্থিতি আর সহযোগিতা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |