ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

বিনামূল্যে দেখা যাবে মিমের ‘অন্তর্জাল’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ , ০৬:৫৬ পিএম


loading/img
ওটিটিতে আসছে ‘অন্তর্জাল’

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে বিনামূল্যে দেখা যাবে দীপঙ্কর দীপন নির্মিত সিনেমা ‘অন্তর্জাল’। গত ২২ সেপ্টেম্বর স্থানীয় হলে মুক্তি পায় সিনেমাটি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পাবে চলচ্চিত্রটি।   

বিজ্ঞাপন

মূলত বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা এবং সেটাকে মোকাবিলার গল্পে নির্মিত হয়েছে ‘অন্তর্জাল’। সিনেমায় দুঃসাহসিক লড়াইয়ে দেখা যাবে দেশের কয়েকজন তরুণকে।

যে দুঃসাহসিক লড়াইয়ে দেশের কয়েকজন তরুণ ইন্টারনেটের মাধ্যমে অদৃশ্য শক্তি তৈরির বিভিন্ন সামাজিক সংকটের সমাধান করে। অপশক্তির হুমকি থেকে নিজের দেশকে উদ্ধার করতে তাদের দৃঢ়তা ও সংকল্পকে ফুটিয়ে তুলা হয়েছে চলচ্চিত্রটিকে।   

বিজ্ঞাপন

ওটিটি প্ল্যাটফর্ম টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, আমরা দর্শকদের নতুন ও উদ্ভাবনী ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি টফিতে। দেশের অন্যতম অনলাইন বিনোদনের প্ল্যাটফর্ম হিসাবে, বিজয় দিবসের পরেই দেশের প্রথম সাইবার-থ্রিলার চলচ্চিত্রটি মুক্তি দিতে পেরে আমরা ভীষণ আনন্দিত। পাশাপাশি দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।  

প্রসঙ্গত, ‘অন্তর্জাল’র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম ও সুনেরাহ বিনতে কামাল। এ ছাড়া আরও দেখা যাবে এবিএম সুমন, রওনক হাসান, কিটো ভাই প্রমুখ। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |