ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

গ্রামীণ চরিত্রেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি: অর্চিতা স্পর্শিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ০৪:০০ পিএম


loading/img
অর্চিতা স্পর্শিয়া

শোবিজের জনপ্রিয় মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বিজ্ঞাপনচিত্র, নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। রোববার (৮ ডিসেম্বর) এই গ্ল্যামার গার্লের  জন্মদিন।

বিজ্ঞাপন

মাসখানেক যুক্তরাষ্ট্রে থেকে কিছুদিন আগে দেশে ফিরেছেন স্পর্শিয়া। ফিরেছেন ক্যামেরার সামনেও। নাটক-বিজ্ঞাপনে অভিনয়ের পাশাপাশি অংশ নিচ্ছেন শোবিজের বিভিন্ন আয়োজনেও।  

অর্চিতা স্পর্শিয়া

বিজ্ঞাপন

সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ক্যারিয়ারসহ নিজের নানান বিষয় নিয়ে কথা বলেছেন স্পর্শিয়া। গ্ল্যামার গার্ল হিসেবে নিজেকে মেলে ধরলেও গ্রামীণ চরিত্রে অভিনয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

এ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, আমি গ্রামীণ চরিত্র করতেই বেশি পছন্দ করি। কারণ এতে চ্যালেঞ্জ থাকে। ভারী মেকআপ থাকে না, অথচ চরিত্রের গভীরতাই আমাকে আলোকিত করে। 

অর্চিতা স্পর্শিয়া

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি নিজের মধ্যেই নিজেকে খুঁজে পাই। বরাবরই আমার ভিশন আর পরিকল্পনাকে গুরুত্ব দিই। অন্যের দিকে তাকালে নিজের মধ্যে ডিস্টার্ব ফিল হয়। তাই নিজের মধ্যেই থাকতে পছন্দ করি।

দেশের বিনোদন জগত নিয়ে অভিনেত্রী বলেন, আমাদের ইন্ডাস্ট্রি আসলে এখনও ইন্ডাস্ট্রি হয়ে উঠতে পারেনি। একসময় মানসম্মত কাজ হলেও বর্তমানে অনেকটাই পিছিয়ে পড়েছে। সিনেমা বা ওটিটি, যেটাই হোক না কেন কাজটি ভালো হতে হবে। আমি সবসময় চেষ্টা করি শ্রেষ্ঠটুকু দেওয়ার। যদিও সব কাজ সমান ভালো হয় না, তবুও ব্যালেন্স করার চেষ্টা করি।

অর্চিতা স্পর্শিয়া

ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় কাজ জমা হয়েছে স্পর্শিয়ার ঝুলিতে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘বন্ধন’, ‘ইতি তোমারই ঢাকা’, ‘আবার বসন্ত’, ‘কাঠবিড়ালী’ ও ‘নবাব এলএলবি’। এসব কাজ জনপ্রিয়তা এনে দিয়েছে তাকে। তেমনি নিজের অভিনয়ের গভীরতাও প্রমাণ করেছে তিনি। 

নাটক ও সিনেমার পাশাপাশি ওটিটিতেও দারুণ প্রশংসিত স্পর্শিয়ার কাজগুলো। ‘আবাসিক হোটেল’, ‘পাঁচ ফোড়ন’ এবং ‘বউ ডাইরিজ (টু-লেট)’ তাকে এনে দিয়েছে নতুন মাত্রা। 

আরটিভি/এইচএসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |