ঢাকা

২০২৪-এ রুপালি পর্দা মাতাবেন বলিউডের নতুন জুটি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ , ০৩:১৪ পিএম


loading/img
ফাইটার সিনেমার একটি গানের দৃশ্যে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন

চলতি বছরটা নতুন নতুন সব হিট সিনেমা দিয়ে যেন প্রাণ ফিরে পেল বলিউড। আর মাত্র এক দিন পরেই শুরু হতে যাআছে নতুন বছর ২০২৪ সাল। তাই ২০২৩ এর মতো নতুন বছরেও এই যাত্রা অব্যাহত থাকবে বলে আশায় বুক বেঁধেছেন সিনেমাপ্রেমীরা।     

বিজ্ঞাপন

চলতি বছর ‘পাঠান’, ‘দ্য কেরালা স্টোরি’, ‘গদর ২’, ‘জওয়ান’, ‘টাইগার ৩’ ‘অ্যানিমেল’ ও ‘ডানকি’র মতো সিনেমাগুলো রীতিমতো বক্সফিস মাতিয়েছে। পাশাপাশি রেকর্ড ব্যবসাও করেছে। তাই সবার প্রত্যাশা, নতুন বছরেও এমনই সাফল্য বয়ে আসুক।  

এদিকে ২০২৪ সালে সিনেমার ব্যবসা কেমন হবে, সেটা মুক্তির আগে নিশ্চিতভাবে  বলা না গেলেও বেশ কিছু নতুন জুটির দেখা মিলবে রুপালি পর্দায়।

বিজ্ঞাপন

এ তালিকায় রয়েছে হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ-বিজয় সেতুপতি, শহিদ কাপুর-কৃতি শ্যাননের নাম। এবার এটাই দেখার পালা কারা আসছেন নতুন কোন ধামাকা নিয়ে।

২০২৪ সালের শুরুতেই আসছে বলিউডে বড় ধামাকা। সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’ সিনেমায় প্রথমবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনকে। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। আর এই সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন দর্শকরা    

ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন (যুদ্ধবিমান সংক্রান্ত) ঘরানার সিনেমা ‘ফাইটার’। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার-গান। যেখানে রীতিমতো দর্শকদের নজর কেড়েছে এই জুটির কেমিস্ট্রি। সেই সঙ্গে মুক্তির পর পুরো সিনেমাতেও হৃতিক-দীপিকার অভিনয় ভালো লাগবে বলে আশা করছেন দর্শকরা। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |