• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

শুটিংয়ে যে কারণে অক্ষয়কে চড় মারেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৪, ১৩:৫২
অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ
অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ

বলিউডের জনপ্রিয় দুই তারকা অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধে কাজ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন দুজনে। তবে এবার জানা গেল, এক সিনেমার শুটিংয়ে নাকি অক্ষয়কে চড় মেরে বসে ক্যাটরিনা।

হঠাৎ কী কারণে অক্ষয়ের সঙ্গে এমন কাণ্ড ঘটিয়েছিলেন ক্যাটরিনা? এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জট বেঁধেছে তাদের ভক্তদের মনে।

‘দ্য কপিল শর্মা’ শোতে হাজির হয়ে সেই রহস্য ফাঁস করলেন অক্ষয়-ক্যাটরিনা। খোলসা করেন সেদিন আসলে শুটিং সেটে ঠিক কী ঘটেছিল?

রোহিত শেট্টির নির্মিত ‘সূর্যবংশী’ সিনেমার শুটিংয়ে অক্ষয়কে চড় মারেন ক্যাটরিনা। যা নিয়ে বিভিন্ন মহলে চর্চা থাকে তুঙ্গে। নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয় অন্দরমহলের সেই কাহিনি।

সিনেমাটির একটি গানে রোম্যান্সও আছে, আবার অক্ষয় কুমারের গালে একটা চড় মারার দৃশ্যও রয়েছে। শোয়ের সঞ্চালক কপিল শর্মা অক্ষয়ের কাছে জানতে চান, এই সিনেমায় দুই প্রকারের দৃশ্যই রয়েছে। কোন দৃশ্যে বেশি রিটেক হয়েছিল?

এমন প্রশ্নের জবাবে অক্ষয় বলেন, চড়ের দৃশ্য একটা টেকেই গ্রহণ করে নেওয়া হয়েছিল। আসলে চড় যাতে আসল মনে হয়, তাই ক্যাটরিনা সত্যি সপাটে চড় মেরে দিয়েছিল আমার গালে। যাতে হাত ও গালের মাঝে ফাঁক না বোঝা যায়।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল অক্ষয়কে চড় মারার সেই ক্লিপিং। যদিও সবটাই হাসি ও মজার ছলেই দর্শকদের সামনে উপস্থাপনা করেছিলেন এই জুটি।

সূত্র : নিউজ নাইন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিডিও ভাইরাল, নতুন সিদ্ধান্ত নিলেন ক্যাটরিনা
আইপিএল নিলামে জায়গা পেলেন ১৩ বছরের কিশোর
হনুমানের জন্য কোটি রুপি দান অক্ষয়ের
যে কারণে কপিল শর্মাকে বেধড়ক পিটিয়েছিলেন তার বাবা