ঢাকাবুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

স্লিম হতে অস্ত্রোপচার, মারা গেলেন গায়িকা

শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪ , ০৭:০২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নিজেকে ফিট দেখাতে কিংবা আরও সুন্দরী করে তুলতে কতকিছুই না করেন তারকারা। নিয়মিত শরীরচর্চা, খাবার না খাওয়া থেকে শুরু করে অস্ত্রোপচারও করেন। আর এসববের কারণেই বিপত্তিও যে ঘটে না, তা নয়। স্লিম হওয়ার সহজ উপায় খুঁজতে গিয়ে মর্মান্তিক পরিণতি হয় ব্রাজিলিয়ান পপ গায়িকা ডানি লি ওরফে ড্যানিয়েল ফনসেকা মাচাদোর। মেদ কমাতে অস্ত্রোপচার করার পর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলেন এই গায়িকা।
 
স্লিম হতে অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন ডানি লি। পেট এবং স্তনের মেদ কমাতে লাইপোসাকশন করানও তিনি। কিন্তু তারপর থেকেই নানারকম অস্বস্তিবোধ করতে থাকেন। তাই তড়িঘড়ি ডানিকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ডানির স্বামী মার্সেলো মিরা বলেন, আমরা গোটা পরিবার এই মর্মান্তিক ঘটনায় শোকে ভেঙে পড়েছি। শনিবার ডানিকে সমাহিত করা হবে।
 
এদিকে লাইপোসাকশনই মৃত্যুর কারণ কিনা, তা খতিয়ে দেখার জন্য পুলিশ এরইমধ্যে তদন্ত শুরু করেছে।
 
অ্যামাজনের দ্বীপ আফুয়ার বাসিন্দা গায়িকা ডান লি।  ‘ইউ সু দা আমাজোনিয়া’ গানটির  জন্য সর্বাধিক পরিচিত তিনি, যা ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল।
 
ব্রাজিলের জনপ্রিয় এ গায়িকার সবশেষ গান ‘গুয়েরা দে আমর’  প্রকাশ পেয়েছে গত ১৪ জারুয়ারি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |